![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে ব্যাংক পরীক্ষা নিয়ে অনিয়ম আজকাল নতুন কোন বিষয় নয়। তবুও বলব সঠিক মেধার মূল্যায়ন করতে ৮ ব্যাংক পরীক্ষাতে সকল অনিয়ম বিবেচনায় নিয়ে এটি বাতিল করা হোক। এবার আসি প্রশ্ন নিয়ে কিছু কথা তবে আমি অত যুক্তিতে যাব না। আমার দাবি খুবই সংক্ষিপ্ত। বাংলাদেশে চাকরি পরীক্ষাগুলোতে একটি উল্লেখযোগ্য অংশই থাকে গণিত। গণিতগুলো ইদানিং অনেকটাই কঠিন তুলনামুলকভাবে। অথচ সেগুলো সমাধান করার জন্য খসড়া করার যথেষ্ট যায়গা থাকে না। আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত GRE পরীক্ষাগুলো আমরা জানি কম্পিউটারে নেয় বিভিন্ন অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে সেখানেও পরীক্ষাতে গণিত সমাধান করার জন্য কম্পিউটারে পর্দায় পপআপ হিসেবে ক্যালকুলেটর থাকে এবং কেন্দ্র থেকে রাফ সীট বা খসড়া কাগজ সরবরাহ করে থাকে। কিন্তু বাংলাদেশে চাকরি পরীক্ষাগুলোতে এমন সংখ্যায় প্রশ্ন থাকে যা বরাদ্দকৃত সময়ের মধ্যে পারা তো যায়ই না আবার তা সমাধান করার যথেষ্ট যায়গাও থাকে না। এমতাবস্থায় পরীক্ষায় প্রশ্নে গণিত অংশ যৌক্তিক পরিমাণ ও তা সমাধান করার জন্য রাফ সীট সরবরাহ করা হোক। আমরা মানুষ আমাদের মস্তিষ্কেরও একটি সীমাবদ্ধতা আছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
নাহিদ০৯ বলেছেন: বোঝা গেছে আপনি খুবই পজিটিভ। আশা করি এসব বিষয় বিবেচনায় আনলে আমাদের দেশের প্রকৃত মেধাবীর চাকুরীর জন্যে টাকা নিয়ে না ঘুরে, পড়াশোনার পেছনে ঘুরবে। এবং যোগ্যতা ভিত্তিতেই তার আফসোস ছাড়াই চাকুরী পাবে। যেমনটা করে থাকে psc।