নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিরোরডডল

মিরোরডডল › বিস্তারিত পোস্টঃ

রঙের মেলা

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪১



কিছুদিন আগে ব্লু মাউন্টেইন বোটানিক্যাল রেইনফরেস্ট ওয়াকে গিয়েছিলাম। মাথা নষ্ট করা সুন্দর। পাহাড়ের মাঝে এলোমেলো পথ, আকাশ ছোঁয়া বিশালাকার গাছ, সামনে সবুজ বনানী আর চারদিকে রঙের মেলা। জায়গাটা ঘুরে দেখার মধ্যেই ছিল ভালোলাগা, তারপরও অল্প কিছু যা ছবি নিয়েছি সেটা শেয়ার করছি।

এই ফুলের ছবিব্লগ পোষ্টটি করার সময় মনে হচ্ছে অন্যকারো প্রপার্টিতে ট্রেসপাসিং করছি। বোঝাই যাচ্ছে কার কথা বলছি , হ্যাঁ এই পোষ্টটা উৎসর্গ করছি প্রিয় ব্লগার মরুভূমির জলদস্যু ওরফে পাগলাকে।











































ছবিতে কোন বর্ণনা নেই, কারণ গাছ বা ফুলের নাম জানিনা, যদিও ওখানে পাশে ছোট বোর্ডে সব লেখা আছে কিন্তু আমার ধৈর্য নেই লেখার। অন্য কারো পোষ্টে এমন দেখলে আমি ঠিক ঠিক বলতাম, ছবির সাথে কিছু বর্ণনা থাকলে ভালো লাগতো :)

শেষ করছি প্রিয় একটি গান দিয়ে, যারা ফিউশন লাইক করে তাদের জন্য।
ভোকালে আছে সুইডিশ Arash & Helena ।





মন্তব্য ৯০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩০

ঢুকিচেপা বলেছেন: ছবির পাশাপাশি ফুলের নাম দিলে একটু সুবিধা হতো।
ফুলগুলো সত্যিই দৃষ্টিনন্দন।
গানটা দারুণ লেগেছে, মাঝে মাঝে এসে শুনে যাব।
চিলেকোঠায় গেলে বড় সাইজের একটা টাওয়েল নিয়ে যাবেন, কবিতাপু তো কেঁদে কেঁদে চিলেকোঠার বারান্দা ভাসিয়ে দিয়েছে।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৫

মিরোরডডল বলেছেন:



ফুলের নাম দিবো আমি? ওটা পাগলার কাজ, নিশ্চয়ই বলতে পারবে কোনটা কি ফুল ।
আমার মতো অলস মানুষকে দিয়ে হবে না ।
গান পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ।

মাঝে মাঝে কান্না করা ভালো । কবিতাপুর চোখের জলে চারদিক ধুয়ে যাক ।
সবকিছু হয়ে উঠুক ঝকঝকে ।
পুরনো সব মুছে দিয়ে আবার নতুন করে শুরু করবে সেই ভালো ।
থ্যাংকস ঢুকি ।


২| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৪

ইসিয়াক বলেছেন: মনোমুগ্ধকর।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৭

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ ইসিয়াক

৩| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



এসব ফুল কি শুধুমাত্র অষ্ট্রেলিয়ায় আছে?
এখন ওখানে কোন ঋতু?

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২১

মিরোরডডল বলেছেন:



এই বোটানিক রেইনফরেস্টে ২৫ হাজার নেটিভ প্ল্যান্টস আছে ।
তাই এই ফুলগুলোর কিছু হয়তো লোকাল আবার বাকিগুলো সম্ভবত অন্যান্য দেশেও আছে ।
আমাদের এখানে এখন বসন্তকাল । অলমোস্ট শেষ হতে যাচ্ছে ।
ডিসেম্বর থেকে সামার শুরু ।


৪| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
ভিডিওটাও দারুন।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২৩

মিরোরডডল বলেছেন:

থ্যাংকস রাজীব । ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৫| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: এই যে এখানে আছে সেই ফার্ন লিফ। যেটা আঁকতে গিয়ে আজ পাতার জায়গায় হলো ছাতা.....

আরাস তো সব সময় বেস্ট!

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৭

মিরোরডডল বলেছেন:



হ্যাঁ ফার্ন লিফগুলো সুপার গুড আপু ।
আরাশ হেলেনার এই গানটাও অনেক জোস ।







৬| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪১

শুভ_ঢাকা বলেছেন: আরে মিরোরডল যে পোস্ট দিয়েছে অথচ আমি খেয়ালই করেনি। শেম অন মি। হা হা হা... আসলেই মনটা ভারী ছিল। দিক বি দিক জ্ঞান শূন্য। এখন তো অস্ট্রেলিয়াতে সামার শুরু হয়ে গেছে, তাই না। রেইন ফরেস্টে গিয়ে কি থেকে ছিলেন। কি সুন্দর পাহাড়ি এলাকা। দ্যা সং ইজ ভেরী বিউটিফুল।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৮

মিরোরডডল বলেছেন:



এতো ইমোশনাল হলে হবে শুভ !
সামনে পুরো জীবন পরেই আছে, কি করে হ্যান্ডেল করবে তাহলে !
বি স্ট্রং ম্যান ।

এখনো স্প্রিং , সামার হবে নেক্সট মান্থ থেকে ।
এর ভেতরে থাকিনি কিন্তু ওখান থেকে ৫ মিনিটস ড্রাইভে কান্ট্রিসাইডে ছিলাম ।
সেই রাত ফুল মুন ছিলো । ওপরে আরও একটা গান দিয়েছি কবিতাপুকে । ওটাও অনেক সুন্দর ।

৭| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪৮

আমি সাজিদ বলেছেন: কত্ত ফুল! বেশ।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:১৬

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ সাজিদ :)

৮| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৫

শুভ_ঢাকা বলেছেন: ওয়াও!!! I am so lonely গানটা আগেও শুনেছি আর এখন ফিউশনটা শুনলাম। অসম।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:১৮

মিরোরডডল বলেছেন:

জানতাম শুভর ভালো লাগবে ।
এটা একটু লেট নাইটে ড্রাইভে হাই ভলিউমে ভালো লাগে ।

৯| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:২৯

রামিসা রোজা বলেছেন:

সুন্দর ও আকর্ষণীয় ফুলের ছবি +++

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:১০

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ রামিসাপু ।

১০| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর প্রকাশ।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:১২

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ ।

১১| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অচেনা সব ফুলের সমাহার। কোনাটারই নাম জানি না, জানার কথাও না, এদের আমাদের দেশে দেখা যায়না।
এতো সুন্দর পার্ক কখনোই আমাদের দেশে হবে না। যেগুলি আছে সেগুলিকেও আমরা নষ্ট করছি প্রতিনিয়োত।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:০৯

মিরোরডডল বলেছেন:



পাগলাকে উৎসর্গ করেই এই পোষ্ট কিন্তু কথাটা গুছিয়ে লেখা হয়নি । এখন ঠিক করে দিয়েছি :)
Inspired by you man !
নাম না জানলেও সমস্যা নেই , আমি নিজেও সব জানিনা , জানলেও মনে রাখিনা :)
আমিতো এরকমই এলোমেলো । থ্যাংক ইউ পাগলা ।




১২| ২২ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৪৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: ছবিগুলোতে প্রিয় জাকারান্ডা গাছ দেখলাম নাকি একটা?

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৪

মিরোরডডল বলেছেন:



নাহ পোস্টে কোনো জাকারান্ডার ছবি দেইনি । এখানে দিলাম দুটো ছবি বাসার কাছের রাস্তা থেকে নেয়া ।
এখন জাকারান্ডার সিজন চলছে ।






নীচের ছবিটা ইন্টারনেট থেকে নেয়া জাকারান্ডা ফেস্টিভের ।
প্রতি বছর এখানে গ্র্যাফটনে স্প্রিং টাইমে এই ফুলের ফেস্টিভ্যাল হয় ।
থ্যাংকস মামুন ।




১৩| ২২ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৫৬

জিকোব্লগ বলেছেন: সুন্দর

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৬

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ জিকো

১৪| ২২ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:২৭

সোহানী বলেছেন: ব্লু মাউন্টেন নাম দেখে থমকে গেলাম। পরে বুঝলাম ওটা অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন ;) ।]

কানাডার ব্লু মাউন্টেন এর ছবি দেখেন.......
ব্লু মাউন্টেন নাম দেখে থমকে গেলাম। পরে বুঝলাম ওটা অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন ;) ।]

ওকে.... কানাডার ব্লু মাউন্টেন এর ছবি দেখেন.......



কানাডার ব্লু মাউন্টেন এর ছবি দেখেন.......



অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন এর ফুলের ছবিতে সুপার লাইক।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

মিরোরডডল বলেছেন:



থ্যাংক ইউ সোহানী আপু ফর ইউর সুপার লাইক আর ছবি শেয়ার করার জন্য ।
পোষ্টের ছবিগুলো ব্লু মাউন্টেইন বোটানিক গার্ডেন রেইনফরেস্ট থেকে নেয়া ।

নীচের ছবিটা ব্লু মাউন্টেইন ইকো পয়েন্ট যেটা থ্রি সিস্টার্স নামে পরিচিত একটা টুরিস্ট স্পট ।
এই জায়গাটা ব্রেথ টেকিং বিউটিফুল ! আমার তোলা ছবি হাতের কাছে নেই তাই অনলাইন থেকে দিলাম ।
অনেক থ্যাংকস আপু ।





১৫| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দরকে সুন্দর বলতে হয়।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ মাইদুল ।

১৬| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: নভোনীল নিয়ে কোন সুসংবাদ পাচ্ছিনা অনেক দিন ????

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৪

মিরোরডডল বলেছেন:


আমারও একই প্রশ্ন ।
এভাবে ইনকমপ্লিট থেকে গেলো এটা একটা ব্যর্থতা ।
কেউ যদি লাস্ট এপিসোড লিখে দিতো তাহলে পূর্ণতা পেতো ।

১৭| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

ফয়সাল রকি বলেছেন: খুব সুন্দর। হাঁটতে ইচ্ছা করছিল।
আচ্ছা, ওসব জায়গায় সাপ-খোপ বাসা বাঁধেনা?

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

মিরোরডডল বলেছেন:



হাঁটাপথটা সত্যিই সেইরকম !

হ্যাঁ তাতো অবশ্যই আছে । তবে যেখানে মানুষের বিচরণ, সাপখোপ ওসব এরিয়ার থাকে না আর ওগুলো মেইনটেইনও করা হয় তাই কোনও ভয় নেই । যেখানে ভয় আছে ওগুলো রেস্ট্রিক্টেড এরিয়া বলে সাইন থাকে । এলার্ট করে দেয়া হয় ।
থ্যাংকস কচ্ছপ । Oops!! :|

Kidding :P



১৮| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
পাগলাকে উৎসর্গ করেই এই পোষ্ট কিন্তু কথাটা গুছিয়ে লেখা হয়নি । এখন ঠিক করে দিয়েছি :)
Inspired by you man !
নাম না জানলেও সমস্যা নেই , আমি নিজেও সব জানিনা , জানলেও মনে রাখিনা :)
আমিতো এরকমই এলোমেলো । থ্যাংক ইউ পাগলা।



অশেষ কৃতজ্ঞতা আপনাকে জানাই। আমাকে মনে রেখেছেন ফুল আর প্রকৃতির কারণে এটা অনেক বড় পাওয়া।
আমি নিজে অল্প কিছু ফুলের নাম জানি ও চিনি।
আমার স্মরণশক্তি কম বলে আমি প্রটিতি ফুলের শুধু একটি সহজ বাংলা নাম মনে রাখার চেষ্টা করি।
বৈজ্ঞানিক নাম উচ্চারণই করেত পারি না, মনে রাখাতো দূরের কথা।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২২

মিরোরডডল বলেছেন:



ইউ ডিজার্ভ ইট ।
হ্যা আমিও তাই নাম খেয়াল করিনি ।
যদিও ওখানে সবগুলোতেই নাম লেখা ছিল কিন্তু ফোকাস ছিলো সৌন্দর্য দেখা । 
তাই নামের দিকে নোটিশ করা হয়নি । ম্যানি থ্যাংকস পাগলা । 


১৯| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: থ্যাংকস রাজীব । ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

ভালো থাকুন। সুন্দর থাকুন। সুস্থ থাকুন।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৩

মিরোরডডল বলেছেন:

ইউ টু

২০| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭

ফয়সাল রকি বলেছেন: কচ্ছপ হতে চাই নে!!!!
তবে হ্যালির ধূমকেতু হয়ে যেতে পারি!

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৫

মিরোরডডল বলেছেন:

সেদিন কিন্তু বেসিক্যালি হ্যালির ধূমকেতুর পারফর্মেন্সই ছিলো :)

২১| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৬

কালো যাদুকর বলেছেন: ছবি ব্লগ বেশ এনজয় করলাম। মনে হল ফুলের দেশে চলে এসেছি।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

মিরোরডডল বলেছেন:

ক্ষণিকের অনুভুতিতেও ফুলের দেশে নিয়ে যেতে পেরে খুশী হলাম ।
থ্যাংকস যাদুকর ।


২২| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০৪

করুণাধারা বলেছেন: ফুলের ছবি দেখে মন ভালো হয় না এমন কেউ আছে নাকি? যে এই সুন্দর ছবিগুলো দেখবে তারা ভালো লাগবে। আমারও লাগলো। মাঝখানে একটা ছবি মূলি বেতের ঝাড়ের মতো লাগলো। এগুলো দিয়ে আমাদের দেশে বেতের আসবাব বানায়।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১০

মিরোরডডল বলেছেন:



সেটাই, ফুল ভালো লাগেনা এমন মানুষ হতে পারে ! নো ওয়ান ।
ধারাপু ঠিকই বলেছেন । ওটা একধরণের বাঁশ গাছ । একটা আছে Bambusa,
আরেকটা হচ্ছে Slender Weaver Bamboo, এটা আসলেই বেতগাছের মতোই ।
অনেকই থ্যাংকস আপু ।


২৩| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
রঙের মেলাতে
সুরের দোলাতে
দারুন সূখ দোল দোলাতে
ঘুরে এলাম ব্লু মাউেন্টেনেতে :)

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

মিরোরডডল বলেছেন:

বাহ ! চমৎকার :)

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩০

মিরোরডডল বলেছেন:

গুনের সম্ভার !

২৪| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ফুলগুলির পরিচর্যা লাগে না? নাকি এগুলি প্রকৃতির অংশ?

২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

মিরোরডডল বলেছেন:



কিছুতো মনে হয় প্রকৃতিরই অংশ, যেভাবে এতো বড় এরিয়া জুড়ে পাহাড় জঙ্গলে ছড়িয়ে আছে !
তবে হ্যাঁ, শুরুতেই বিশাল গার্ডেন আছে যেগুলো ছবি দেইনি, সেগুলো মাস্ট রেগুলার মেইন্টেইন হয় ।
থ্যাংকস সাচু ।



২৫| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: মনে হচ্ছে, এমন পথ ধরে অবলীলায় হারিয়ে যাওয়া যায়। অনেক সুন্দর কালেকশন আপু।

২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মিরোরডডল বলেছেন:



ইউ আর এবসোলিউটলি রাইট শুভ্রাপু ।
এরকম পথেই হারাতে ইচ্ছে করে ।
অনেক থ্যাংকস । তোমার জন্য একটা গান ।




১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩২

মিরোরডডল বলেছেন:

শুভ্রাপু তোমাকে আর ব্লগে দেখিনা, আর ইউ ওকে?



২৬| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৫

ভুয়া মফিজ বলেছেন: এসব ছবি দেখার জন্য ব্লু মাউন্টেইনে যাওয়া লাগে? হোয়াইট, রেড, ইয়োলো.....যে কোনও একখানে গেলেই তো এ'ধরনের দৃশ্য দেখা যায়। :P

ইনফ্যাক্ট, এসব দেশে সব জায়গাতেই এরা প্রকৃতিকে সংরক্ষন করে বিপুল ভালোবাসায়। চমৎকার সব ছবি।

২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:



হা হা হা ...... ঘটনা সত্যি ভুম । আশেপাশে অনেকই এরকম কালারফুল ফ্লাওয়ার ।

ইনফ্যাক্ট গিয়েছিলাম তার আগের রাতে ফুলমুন সেলিব্রেট করতে শহর থেকে দূরে পাহাড় ঘেরা এক কটেজে । পরদিন ওখান থেকে ফেরার পথে এই ব্লু মাউন্টেইন রেইনফরেস্ট ভিজিট করা । জায়গাটা সত্যিই ব্রেথ টেকিং ।

ইউ আর রাইট । খুব সুন্দর করে তারা এসব মেইনটেইন করে । সুন্দর কমেন্টের জন্য একটা সুন্দর গান । থ্যাংকস ভুম ।





২৭| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: ফুলের ছবিগুলো সত্যি অপূর্ব , ভালো লেগেছে ।

আমাদের এখানে এপ্রিল মে মাসে এমন ফুল ফোটে। ফেসট্ভাল হয় । চেরি ফেসটিভাল অপারথিব লাগে আমার কাছে। মনে হয় স্বরগের কাছাকাছি ।

বাই দা ওয়ে , আপনি কিন্তু আমার কোন লেখাতেই কোন রকম কমেনট করেন নি কখনো শুধুমাত্র ঐ পোস্ট ছাড়া । ।।

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

মিরোরডডল বলেছেন:



ইউ আর রাইট । চেরি ফ্লাওয়ার ইজ বিউটিফুল । আমারও প্রিয় ।
মার্চ এপ্রিলে আমাদের এখানে হেমন্তকাল । তখনও অনেকরকম ফুল হয় ।
আর এখানে স্প্রিং টাইমে টিউলিপ ফেস্টিভ হয় ।

হা হা হা, হ্যাঁ এটা সত্যি কমেন্ট করা হয়নি । নিশ্চয়ই করবো ।
অনেক থ্যাংকস রাবুপা ।




২৮| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

মনিরা সুলতানা বলেছেন: এত সত্যি ই মাথা নষ্ট করে দিলো !ছবিতেই এত সুন্দর বাস্তবে না জানি কতটা আবেশিত করবে।
তোমার দেয়া গানের সাথে দেখলাম ফুলের ছবি অসাম লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মিরোরডডল বলেছেন:



হুম আসলেই মাথা নষ্ট করা সুন্দর :)
অসাম লাগলো জেনে খুশী হলাম মনিপু ।
অনেক থ্যাংকস আপু ।



২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৬

ঢুকিচেপা বলেছেন: নতুন কোন পোস্ট দিয়েছেন কিনা দেখতে এলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মিরোরডডল বলেছেন:



গানের জন্য থ্যাংকস ঢুকি ।
এখন আর রেগুলার আসা হয়না ।
কি যেনো নেই নেই !
খুব বেশী গ্লুমি মনে হয় এখন সামুকে ।
প্রাণহীন :(




৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৫

আমি সাজিদ বলেছেন: নতুন পোস্টের খোঁজে আমিও আসলাম। ঢুকি আপুর মতোন মিডো আপুর জন্য একটা গান দিয়ে গেলাম। ঐ দূর পাহাড়ের ধারে....

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

মিরোরডডল বলেছেন:



উইনিং আমার ভীষণ প্রিয় ব্যান্ড, দূর পাহাড়ে গানটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার ।
থ্যাংক ইউ সাজিদ । সেই ছোটবেলা থেকেই অচিনপুর যাবার ইচ্ছে করে ।

শহর থেকে একটু দুরে
ছায়া ঘেরা মোঠো পথ পেড়োলেই
ছায়াঘেরা নদী
শ্যামল সবুজ বন
ইচ্ছে করে দেখি ভরে এই দু' নয়ন


ইচ্ছে করে যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো রোদ্দুর...






৩১| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর পোস্ট মাশাআল্লাহ

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ সো মাচ ছবিপু !

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১১

মলাসইলমুইনা বলেছেন: লেট্ লতিফ হলে সব সময়ই সমস্যা ! এই তুমুল স্নো পড়া সকালে আপনার সামার ফুল সৌন্দর্যের ফটো দেখে কোনো মন্তব্য করা কঠিন । শুরুর সেকেন্ড ফটোটা নিশ্চই ম্যাগনোলিয়ার তাই না ? খুবই পছন্দের ফুল এটা আমার । সামারে আমাদের এখানেও যখন সারি সারি ম্যাগনোলিয়া ফোটে সেটা খুবই হ্যাভেনলি। ভালো থাকুন ।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২

মিরোরডডল বলেছেন:



লেট ইজ বেটার দেন নেভার । এতদিন পর নাঞ্চিকে দেখছি এটাই আনন্দের ।
ইউ আর রাইট, ওটা ম্যাগনোলিয়া । আমারও খুব পছন্দের ফুল ।
থ্যাংকস নাঞ্চি । অনেক ভালো থাকবে এই প্রত্যাশা ।



৩৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর মনভুলানো রঙিন সব ফুলের ছবি ।


আমিউ একজন লেট লতিফ ।
আপনার সামারের রঙের মেলা
সময়ে হলোনা দেখা কেটে গেল বেলা ।

আপনার অনিন্দ সুন্দর রঙিন ফুলের ভিরে
এই শিতের সকালে আমাদের পকৃতির
রঙের জৌলুষটা দেখাব কেমন করে ।
তার পরেও পল্লী কবির ভাষায় বলে যাই-
আমার বাড়ি যাইও বন্ধু,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
শালি ধানের চিঁড়ে দেব,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
গামছা বাধা দৈ।
শীতের সকালে টবে জন্ম নেয়া গাছে কবরী কলা আর নীচে কলার মোচার বাহারী ফুল,
আমি জানি মিরোরডডল এ ফুল চিনতে করবেনা কোন ভুল ।

আরো আছে শিতের সকালে কুবাইরা(Blooming before the season) আগ্রানী রঙিন আমের মুকুল দেখে হবে ব্যকুল

তারপর
আমার বাড়ি যাইও বন্ধু,
এই পথ বরাবর
মৌরী ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ
দেখতে ও শুনতে পাবে
সুন্দর সুন্দর পল্লী গীতিকা ।


শুভেচ্ছা রইল

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন:



যেমন সুন্দর কবিতা, ঠিক সেরকম সুন্দর ছবিগুলো ।
আমের মুকুলের ছবিটা দারুণ !!!
এতো সুন্দর আমন্ত্রন, অবশ্যই আসবো ।
অনেক অনেক থ্যাংকস ।


৩৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: ফুলগুলো অসম্ভব সুন্দর। আপনি ঠিকই বলেছেন, 'মাথা নষ্ট করা সুন্দর'!
ছবিগুলো দেখে গতবছর এ সময়ে অস্ট্রেলিয়ায় ঘোরাঘুরির কথা মনে পড়ে গেল। পোস্টের বেশিরভাগ ছবিই মনে হলো যেন কত চেনা! যদিও দুটো ভিন্ন শহরে।
ফার্ন গুলো দেখে ছোটবেলায় নানাবাড়ীর আশে পাশে থাকা 'ঢেকি শাক' তোলার কথা মনে পড়ে গেল।
১২ নং প্রতিমন্তব্যে দেয়া ফুলের ছবিগুলোও খুব সুন্দর। +
আমিও লেট লতিফদের দলে নাম লিখিয়ে পোস্টে ষোড়শ ভালো লাগা রেখে গেলামো। + +



১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯

মিরোরডডল বলেছেন:



সো স্যরি ফর লেইট্ রিপ্লাই । বেশ কদিন আসা হয়নি এদিকটায় ।
সেটাই, টাইম ফ্লাইজ , কেমন করে একটা বছর চলে গেলো । খুব বেশি ডিফারেন্স নেই, অনেকটা একইরকম সৌন্দর্য । চেনা মনে হওয়াটাই স্বাভাবিক । আবার এসে ঘুরে যাবেন কোনও একসময় । রাইট, আমিও দেখেছি ছোটবেলায় এরকম, ঢেঁকি শাক বলে কিনা তা অবশ্য জানতাম না । পোষ্টে ভালো লাগা রেখে যাবার জন্য অনেক অনেক থ্যাংকস ।



৩৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ওসব জায়গায় সাপ-খোপ বাসা বাঁধেনা? - ফয়সাল রকি এর এ প্রশ্ন পড়ে মনে পড়ে গেল, মেলবোর্নে একটা বিশাল পার্কে হাঁটার সময় সেখানে বিষাক্ত ও নির্বিষ উভয় প্রকারের সাপ রয়েছে বলে সতর্কবাণী লেখা ছিল। অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের বসবাস রয়েছে। আর কানাডায় মোটেই সাপ নেই।

১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:



হ্যাঁ যেখানে সাপ থাকে বা থাকার সম্ভাবনা, ওখানে সতর্কবানী অবশ্যই থাকে ।
অস্ট্রেলিয়ার তাসমানিয়াকে বলা হয় ওয়ান অভ দ্যা গ্রেইট প্লেস টু লিভ, আবার একইসাথে এও বলে ওখানেই সবচেয়ে বিষধর সাপ আছে :)
নট অনলি সাপ, এখানকার স্পাইডারও ভয়াবহ ।



৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

মপোতোস বলেছেন: কী সুন্দর ! ও মাই গড! ছবিগুলোর সাথে একটা করে ক্যাপশন দিতা দিতেন, জব্বর হইত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:



আমার মতো অলস, সে আবার দিবে ক্যাপশন !!!
আই উইশ #:-S

এফকারিস্ত :)

৩৭| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: মিমিরোরডডল,




গভীর অরণ্যানীর মাঝে বিশাল বিশাল গাছের নীচে দাঁড়ালে নিজেকে যে কতো ক্ষুদ্র মনে হয় !
একবার গিয়েছিলুম ক্যালিফোর্নিয়ার Muir Woods National Monument পার্কে (নীচের ছবি)। আকাশ ছোঁয়া সব শতবর্ষী গাছ। রোমাঞ্চকর ।


আকাশ ছোঁয়া সব গাছ।


বিপুল বিস্তারে । প্রকান্ড মোটা গাছের গুড়ির ফোঁকড়ে আমার মেয়ে - নাতী ও ছেলে।


পার্কের ভেতরে কাঠের রাস্তা।

আপনার পোস্টে ছবির পাশাপাশি ফুলের নাম দিতে পারতেন।
শুভ নববর্ষ।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০১

মিরোরডডল বলেছেন:



অরণ্যের গভীরে হারিয়ে যেতে কি যে ভালো লাগে, সত্যি রোমাঞ্চকর !
প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে আমরা মানুষ আসলেই ক্ষুদ্র ।

ভালো লাগলো দেখে পরিবারের সাথে সুন্দর সময় কেটেছে ।
আকাশ ছোঁয়া গাছের ছবিগুলো শেয়ার করার জন্য অনেক থ্যাংকস । খুব সুন্দর ।
আসলে এতো এতো ফুল, নাম মনে রাখাও কঠিন ছিলো । তবে নেক্সট টাইম মনে রাখবো ।
জি এসকেও নববর্ষের শুভেচ্ছা । ভালো থাকুন, সুস্থ থাকুন ।


৩৮| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৮

নীল আকাশ বলেছেন: আপনার ক্যামেরার ছবির রেজুলেশন কম ছিল। এর পরের বার রেজুলেশন আরো বাড়িয়ে নেবেন। কিছু ছবি হাল্কা ঝাপ্সা এসেছে। ছবিগুলি কোন এপ্স দিয়ে ছোট করেছেন নাকি? তাহলেও হতে পারে।
মাহে রামাদানের শুভেচ্ছা।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৩

মিরোরডডল বলেছেন:



আরে নাহ নীল, এগুলো র‍্যান্ডম মোবাইল থেকে তোলা ছবি ।
কোনো প্রস্তুতি নিয়ে তুলিনি, তাই রেজোল্যুশন চেক করিনি ।
আবার এডিটও করিনি, যেভাবে মোবাইলে ছিলো তাই শেয়ার করেছি ।

সাইজ যে কেনো ছোটো বড় সেটাও জানিনা, ঐযে বললাম যেভাবে তুলেছি সেটাই দিয়েছি ।
আমি আসলে ল্যাজি, কোনো এফোর্ট দেইনা :|

নীলকেও অনেক শুভেচ্ছা । ভালো থাকবে, সেইফ থাকবে ।





৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কেমন আছেন? আমার উপর রেগে আছেন নাকি?! :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৭

মিরোরডডল বলেছেন:



সাচু, ইউ শুড নো মি বাই দিজ টাইম ।
আমি রাগ করবো ? মোটেও না ।
ব্যক্তিগত কারনে ব্যস্ত ছিলাম ।


৪০| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪১

প্রত্যাবর্তন@ বলেছেন: অপূর্ব সব ছবি

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:



আবারও আমার পোষ্টে প্রত্যাবর্তন করতে দেখে খুশী হলাম ।
অনেক থ্যাংকস :)


৪১| ০৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৩৭

স্প্যানকড বলেছেন: খুব সুন্দর হয়েছে । প্রকৃতি মানুষকে বিনামূল্যে আনন্দ দেয় । ভালো থেকো সব সময় :)

০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:২৪

মিরোরডডল বলেছেন:


এটা করোনার সময়ের পোষ্ট।
গৃহবন্ধী থেকে থেকে যখন পাগল পাগল অবস্থা, তখন গিয়েছিলাম।
প্রকৃতির অপার সৌন্দর্য সত্যিই মন ভালো করে দেয়।

৪২| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৬

রানার ব্লগ বলেছেন: আমি কিন্তু অলসতা ভেঙ্গেছি

০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৭

মিরোরডডল বলেছেন:




তাই?
that's like a goody boy!
ঠিক আছে, পড়বো।


৪৩| ২০ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১০

শেরজা তপন বলেছেন: খেলাটা বেশ ভালই -একটা পোস্ট সরিয়ে ফেলে পুরনো আরেকটা পোস্ট নিয়ে আসেন।
সবগুলো পোস্ট ড্রাফটে নিয়ে গিয়ে কি শান্তি পেয়েছেন তা আপনার মন-মালিক ভাল জানেন।
আমার পোস্টে খুব একটা আসেন না বলে আমার কোন অভিযোগ নেই- সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে ভাবনার বিষয় যে, ব্লগ বিমুখ হয়ে যাচ্ছেন।
' দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল। কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ভুল॥
...কী হারাল, নাই কী যেন, মন হয়েছে এমন কেন? কোন নিদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল॥'

২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৪

মিরোরডডল বলেছেন:





খেলা বলা যায়, মন্দ না। আসলে এক পোষ্ট বেশিদিন দেখে আমারই বোর লাগে, তাই মাঝে মাঝে বদলে দেই।
একটা পোষ্ট থাকলে কেউ চাইলে এখানে কন্টাক্ট করতে পারে, এই যেমন শেরজা এতো সুন্দর একটা কবিতা লিখে গেলো :)

শেরজার পোষ্টে কেনো যাবো নাহ? যাই তো! অফলাইন থেকে পড়েছি, কমেন্ট করা হয়নি।

এটা সত্যি এখন কম আসা হয়। কারণ আর কিছুই না, কিছুটা ব্যস্ততা আর মেইনলি সেই চোখের প্রব, যেটা শেরজার হয়েছে কয়েক মাস আগে।

সারাদিন অফিসেও সেই নাম্বার ফিগারস এগুলো নিয়ে থাকি, ইদানিং চোখে প্রেশার ফিল করি, একটু পেইনও হচ্ছে।
সামনে স্পেশালিষ্ট দেখানো হবে। দেখি কি বলে!

এই সবকিছু মিলিয়েই এখন তাই কম আসি।
আর ব্লগেও এখন আগের মতো আড্ডা হয়না, কেমন যেনো বোরিং।

জীবনে অনেক সিরিয়াস বিষয় ফেইস করে ব্লগে আসি কিছুটা নির্মল আনন্দ পেতে।
কিন্তু ব্লগেও সব কেমন কঠিন বিষয়ে ভরপুর, কোথাও আনন্দ নেই।


৪৪| ২১ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৯

শেরজা তপন বলেছেন: কি বলেন, আপনার ও চোখের পেইন? আমার নিয়মিত দুটো নার্ভের ঔষধ খেতে হচ্ছে-আপাতত ভালই আছি, তবে কম্পিউটারে কম বসা হয়।
ব্লগ আসলেই ঝিমিয়ে গেছে। ক্যাচাল না হলে ব্লগ জমে না- ক্যাচালবাজরা হারিয়ে যাচ্ছে :)
রাজীব-গাজী জুটির ব্যানে আরো বেশী ঝিম মেরে গেছে।
তবে আমাদের গল্প আড্ডা আলোচনায় যে একটা জোয়ার এসেছিল সেটা কারো কারো সহ্য হল না-কিন্তু তারাও হারিয়ে গেছে প্রায়।
দেশের সার্বিক যে অবস্থা সাথে ভয়ঙ্কর তাপদাহ - কোন কিছুতে আর রস খুঁজে পাই না :(
দ্রুত ডাক্তার দেখান। দেখা ছাড়াও চোখের অনেক কাজ আছে- তাই চোখের যত্ন নিন :)
ভাল থাকুন -সুস্থ হয়ে ফের আড্ডায় মেতে উঠুন।

২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:৫৯

মিরোরডডল বলেছেন:




প্রথমবার এরকম হচ্ছে, তাই একটু চিন্তিত আছি।
সত্যি বলতে অফিস এবং আফটার অফিস সারাদিন অলমোস্ট স্ক্রিনেই থাকি, যে পরিমাণ প্রেশার পড়ছে চোখ ব্যথা হবারই কথা।
দেখি কবে বুকিং পাই, এখানে স্পেশালিষ্টের বুকিং পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়।

সেটাই! মানুষের জীবন এখন এমন অবস্থা, বিনোদনের মন মানসিকতা নেই এখন, জীবন নিয়েই নাজেহাল।

ব্লগের বিষয়ে যা বললো শেরজা, সহমত।
আই উইশ ব্লগ একসময় আবার আগের মতো প্রানবন্ত হয়ে উঠবে।

সবাই ভালো থাকুক।
শেরজাও ভালো থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.