নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিরোরডডল

মিরোরডডল › বিস্তারিত পোস্টঃ

তুমি কি কেবলই ছবি

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৩



ছবিব্লগ প্রতিযোগিতা নিয়ে সামুতে যে আনন্দের সময় যাচ্ছে, ব্যক্তিগত একটি অভিজ্ঞতা শেয়ার করে এ সময়টায় সবার সাথে থাকতে চাচ্ছি । এটাকে নিজের ঢোল নিজে পেটানো বললে ভুল হবে না #:-S
অনেক আগে আমার পুচ্চু আই মিন সামু পাগলার সাথে শেয়ার করেছিলাম। পুচ্চুটাকে মিস করি।

আমার এক অজি ফটোগ্রাফার বন্ধু একটা ন্যাশনওয়াইড কম্পিটিশনের জন্য ফটোগ্রাফি করছিলো। সাবজেক্ট হচ্ছে নেচার, হিউম্যান, এবস্ট্রাক্ট আরও অনেক কিছুই। প্রায়ই সে আমাকে ইনসিস্ট করে ওর মডেল হতে। প্রথমত আমি ছবি তুলিনা, আর ক্যামেরায় একেবারেই কম্ফোর্টেবল না, তাই তাকে বার বার রিফিউজ করতে হয়েছে। তার পার্টনার আমার কলিগ। এই কাপলটা আমার খুব ক্লোজ ফ্রেন্ডস। আফটার অফিস প্রায়ই আমরা একসাথে আড্ডা দিতাম। এরকমই একদিন খুবই নাছোড়বান্দা সে ছবি তুলবেই। ফাইন্যালি আমি রাজি হলাম কিন্তু কন্ডিশন দিলাম শুধু চোখের ছবি তুলতে হবে, কোন মেকাপ না, যেভাবে আছি সেভাবেই। সে রাজি। অবশেষে আমার সেই সকালে চোখে দেয়া কাজল যেটা দিনের শেষে কিছুটা ছড়ে গেছে ওভাবেই সে ছবি নিলো।

গেইজ হোয়াট! যে কজন ফটোগ্রাফার টপ লিস্টেড হয়েছে আমার বন্ধু তাদের একজন। তার যে ছবিগুলো সাবমিট করেছিলো, ওখান থেকে চোখের ছবিটাই সিলেক্টেড হয়েছে। ওটা ছিলো আমার জন্য অনভিপ্রেত। আনন্দটা এখানেই শেষ হতে পারতো কিন্তু আরও একটু আছে। ওভারঅল যেকজন ফটোগ্রাফারের ছবি সিলেক্ট হয়েছিল সেগুলো নিয়ে সিনেমাতে স্ক্রীনিং হয়েছে। আয়োজক পার্টিসিপেন্ট তারা পাস পেলেও, বাকি ফটোগ্রাফী লাভাররা ১৯ ডলার টিকিট দিয়ে দেখেছে। এরকম ইভেন্টগুলোতে লিমিটেড লোকজন হয়। যারা এসবে ইনভল্ভড তারাই ওখানে যায়। অস্ট্রেলিয়াতে সিনেমার স্ক্রিনে তাদের মাঝে আমার মত অতি সাধারণ একজন মানুষের ছবি যাওয়াতে আমি ভীষণ খুশী হয়েছিলাম। এই ইভেন্টটা আমার জন্য অবশ্যই আনএক্সপেক্টেড এবং স্পেশাল। তাই লজ্জা পেলেও শেয়ার করেই ফেললাম :)

যেহেতু আমি এনোনিমাস থাকতেই পছন্দ করি, তাই সামু পোস্টের নিয়ম অনুযায়ী কোনো রেফারেন্স, লিংক, ইনফো শেয়ার করতে পারছিনা বলে দুঃখিত।

সকল প্রতিযোগীদের জন্য শুভকামনা জানিয়ে চোখ নিয়ে একটা রোম্যান্টিক গান হয়ে যাক। চমৎকার গানের লিরিক।


when I look at you, you look away
and when I don’t look, you look my way
Darling, is this love?
and you are in love with me
why don’t you say?
eyes eyes eyes, that feeling in your eyes
they tell me many things
even things you wanna hide from me








ছবিঃ ইন্টারনেট




মন্তব্য ১১৭ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: এই রে ইয়ার এন্ড ছুটির প্রথম দিনে আয়েশ করে বসতেই আমার মিররমনির পোস্ট। আমারও চক্ষু ছবি, চক্ষু গানা, চক্ষু কাব্য সবই অনেক অনেক ভালো লাগে!!

লাভ ইউ লাভ ইু লাভ ইউ!!

সামু পুচ্চুকে আমিও মিস করি।

আর কি করি আজ ভেবে না পাই ভাইয়াটাকেও।


কোথাও খুঁজে পাচ্ছিনা তাদেরকে..... কেউ কোনো খোঁজ ও দিতে পারছে না।


কোথায় হারালো তারা???

:(

২৬ শে জুন, ২০২১ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:




থ্যাংকু থ্যাংকু থ্যাংকু আপুটা ।

সেটাইতো কেমন করে যে ওরা হাওয়া হয়ে গেলো ।
পুচ্চুর সিরিজ লেখা চলছিলো, ওটা বন্ধ রেখে হঠাৎ কি হলো যে এভাবে নেই বুঝতে পারছি না ।
প্রথমে মনে হতো হয়ত অফলাইনে আছে কিন্তু এপ্রিলে যখন হেনা ভাই চলে গেলো তারপরও এলো না, তাই চিন্তার বিষয় ।




২| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

শেরজা তপন বলেছেন: আফসোস সেই চোখের ছবিটা আমাদের দেখা হল না বলে B:-)

মিউজিকটা কেমন ; বোঝে না কেউ আমার ব্যাথা- আইয়ুব বাচ্চুর সেই গানের সাথে মিল আছে বলে মনে হোল!

২৬ শে জুন, ২০২১ রাত ৮:২১

মিরোরডডল বলেছেন:




ইউ আর রাইট শেরজা । সেই গানের সাথে এক জায়গায় মিল আছে যদিও পুরো গান না ।
এখন কে যে কারটা শুনে করেছে বোঝা মুশকিল ।
এটা ১৯৯৫ এর । এবিরটা ঠিক কবে মনে নেই, কাছকাছি সময়েরই হবে ।
ম্যানি থ্যাংকস শেরজা ।



৩| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ডল আপু আপনার সেই চোখের ছবিটাতো শেয়ার করবেন তা করে শুধুই বর্ণনা, তা সামু ভক্তরা মানবে কেন, ছবি চাই।

২৬ শে জুন, ২০২১ রাত ৮:২৮

মিরোরডডল বলেছেন:



আগেই কিন্তু সারেন্ডার করেছি ছবি দিতে পারছিনা বলে ।
ডল আপু অনেক লাজুক :)


৪| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিযোগিতায় আপনি নেই কেন ?

২৬ শে জুন, ২০২১ রাত ৮:২৯

মিরোরডডল বলেছেন:



প্রতিযোগী হিসেবে কোয়ালিফাইড না তাই ।
অনেক থ্যাংকস মাইদুল ।



৫| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:১৯

আমি সাজিদ বলেছেন: বঙ্গ ললনার চোখের ছবি পুরষ্কার পাবেই সেটাই স্বাভাবিক।

অজি ওয়াইল্ড লাইফ বা সিটীগুলোর কিছু ছবি পাবো আশা করেছিলাম আমরা আপনার কাছ থেকে।

২৬ শে জুন, ২০২১ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:




ফটোগ্রাফি দেখতেই ভালো লাগে, করা হয়ে উঠেনি সেভাবে ।
নীল বরফ অস্ট্রেলিয়ার ছবি ব্লগ দিয়েছেতো ।
একজন দিলেই হোলো ।

আজ অনেকদিন পর শিরোনামহীনের গান শুনছিলাম ।
পিনবিদ্ধ আপেলটাকে করোনার মত লাগছে :)
অনেক থ্যাংকস সাজিদ ।






৬| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:০৫

ঢুকিচেপা বলেছেন: ইস্ ক’দিন আগে এই পোস্ট দিলে কি হতো ?
শর্ত সাপেক্ষে ছবি তুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্ষ্ট হয়েই ঘরে ফিরতাম!!!
eyes eyes eyes, that feeling in your eyesগানটা ভালো লেগেছে।

২৬ শে জুন, ২০২১ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন:

এখনও দেরি হয়নি । গানের জন্য থ্যাংকস ঢুকি ।




৭| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা চোখ জোড়া দেখিবার চাই

২৬ শে জুন, ২০২১ রাত ৯:২৯

মিরোরডডল বলেছেন:



থ্যাংকস ছবিপু :)
তোমার ছবিব্লগের জন্য শুভেচ্ছা ।


৮| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:২৬

রানার ব্লগ বলেছেন: চোখ যে মনের কথা বলে, লিংক দিলে ভালই হতো, মোনের কথাগুলো জেনে নিতাম।

২৬ শে জুন, ২০২১ রাত ৯:৩৮

মিরোরডডল বলেছেন:

হা হা হা ……
এটা ঠিক চোখ কথা বলে কিন্তু চোখের ভাষাও জানতে হয় :)

৯| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:২৭

রানার ব্লগ বলেছেন: চোখ যে মনের কথা বলে

২৬ শে জুন, ২০২১ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:

অনেক থ্যাংকস রানা ।


১০| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৪০

ইসিয়াক বলেছেন: দারুণ রোমান্টিক গান। কয়েকবার শুনলাম।আমার এমনই অভ্যাস যা ভালো লাগে তা বার বার শুনে আশ মেটাই।
শুভ কামনা রইলো।

@শায়মা আপু, কি করি আজ ভেবে না পাই এর তো কিছুদিন আগে একটা জটিল অপারেশন হয়েছিল শুনেছিলাম। তারপর আর খবর জানি না।

২৬ শে জুন, ২০২১ রাত ৯:৫৮

মিরোরডডল বলেছেন:




হুম গানের কথাগুলো আমারও খুব ভালো লাগে । বার বার শোনার মতো ।
যদি কোন অপশন থাকে, তাহলে খবর নেয়া হোক, কি হয়েছিলো, এখন কেমন আছে ।
অনেক থ্যাংকস ইসিয়াক ।




১১| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:০৯

শুভ_ঢাকা বলেছেন: মোবাইলে তোমার লেখা পড়ছিলাম। আর তখনই এই লেখাটার কথা মনে পড়ে গেল। তুমি একদা এই কথা আড্ডাঘরে শেয়ার করেছিলে। তখন তোমার সাথে আমার পরিচয় ছিল না। আর তুমিই যে সেই মেয়ে সেটা আমার মনেও ছিল না। ভাগ্যিস লজ্জার মাথা খেয়ে লিখেছো। বাহ তোমার চোখ তো ভারী সুন্দর। আর গানটা খুব ভাল লাগলো। নাইস ওয়ান।

মিরোরডল,

শায়মা আপুর ব্লগে তোমার গাড়ী চালাতে গিয়ে যে সমস্যায় পড়েছিলে সে ব্যাপারে একটা জ্ঞানগর্ভ কমেন্ট করেছি। দেখো।

view this link

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৩৭

মিরোরডডল বলেছেন:




ইউ আর রাইট । আড্ডাঘরে সামু পাগলাকে লিখেছিলাম ।
আমার চোখ দেখেনি শুভ । পোস্টে কিন্তু নেটের ছবি :)

চোখ কারো অসুন্দর হয়না । আমার চোখ সবার মতো ।
আমার মনে হয় ছবি সিলেক্টের কারন হচ্ছে এটা ন্যাচারাল লুক ছিলো ।
তাই হয়তো ওদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে ।
হ্যাঁ গানটা আমার প্রিয় ।
জ্ঞানগর্ভ কমেন্ট অবশ্যই পড়বো ।




১২| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:১৮

শুভ_ঢাকা বলেছেন: 'Eyes' আরে এটা তো অণু মালিকের কণ্ঠ স্বর। আমি তো বলি গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। বাহ অণু মালিক আবার ইংরেজী গানও গেয়েছে। জানতাম না।

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৪৬

মিরোরডডল বলেছেন:



অণু মালিক আমার যে খুব পছন্দের তা না, কিছু গান আছে তার ভালো কিন্তু
এই ইংলিশ গানটা সে খুবই ভালো করেছে নো ডাউট ।
তার একটা মিউজিক ভিডিও দেখেছিলাম, অনু মালিকের অংশটুকু ছাড়া প্রিন্সেসের স্টোরিটা ভালো লেগেছিলো, ওটা দিচ্ছি ।





১৩| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:২৫

শুভ_ঢাকা বলেছেন: হঠাৎ মনে পড়ে গেল চোখ (Ankhein) নিয়ে নাজিয়া হাসানের একটা গান আছে না। সার্চ দিলাম আর ফট করে আরও একটা প্রিয় গান বেড়িয়ে আসলো।

view this link

২৬ শে জুন, ২০২১ রাত ১১:০৫

মিরোরডডল বলেছেন:



থ্যাংকস শুভ । গানটা আমারও ভালো লাগে ।
ইন ফ্যাক্ট নাজিয়ার সব গান আমার প্রিয় কারন সে পছন্দের একজন ।
এটা শুনবে ।




১৪| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!!
সুসংবাদে আনন্দিত হলাম।

২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৩

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ পাগলা ।


১৫| ২৭ শে জুন, ২০২১ রাত ১:৩২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অনভিপ্রেত আনন্দের অভিজ্ঞতা শুনে ভালো লাগলো। প্রত্যাশার বাইরে থেকে যখন কিছু পাওয়া হয় তখন আনন্দ বহুগুণে বেড়ে যায়।

২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৬

মিরোরডডল বলেছেন:



কথা সত্যি, আনএক্সপেক্টেড কোনকিছু পেলে আনন্দটা বেশী হয় ।
থ্যাংক ইউ তমাল ।

১৬| ২৭ শে জুন, ২০২১ রাত ৩:৪৩

রোকসানা লেইস বলেছেন: হঠাৎ পাওয়া আনন্দ শেয়ার করার জন্য ধন্যবাদ। জানা হলো আমাদের, সুন্দর অভিজ্ঞতার কথা। সামু পাগলা যে মেয়ে কিন্তু আমি বুঝি নাই। আমি ভাবতাম উসখো খুসকো চুলের আড্ডা বাজ এক যুবক। সামুর অদ্ভুত নাম দেখে তাদের চেনার চেষ্টাও অবশ্য কখনো করিনি।
ওর আডডাবাজির পোষ্টগুলো খুব হিট হতো।
মিরোরডডলকে অনেকদিন পর দেখলাম মনে হয়

২৭ শে জুন, ২০২১ দুপুর ১:০৪

মিরোরডডল বলেছেন:



আমি ভাবতাম উসখো খুসকো চুলের আড্ডা বাজ এক যুবক।

আপুটা জানলে নিশ্চয়ই খুব মজা পেতো :)

আগের মতো আসা হয়না, কিন্তু আমি আছি ।

আপু তোমাকে অনেক থ্যাংকস ।


১৭| ২৭ শে জুন, ২০২১ ভোর ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন:

আগামী কাল হবে গান শুনা
আজ বড় টায়ার্ড।
লাভ ইউ, আর ইউ লাভ মি ভাইস ভার্সা
আই লাভ ইউ সর্বদা হয়না ।
যদি দেং হৃদয়ং তব দং হৃদয়ং
এ শুধু কথার কথা ।
একটা সময় আসে যখন শুধু
মানুষ নিজকে নিয়েই থাকে,
তাতেই সে তার পুর্ণতা খুঁজে ।
মানব জীবন বড়ই বিচিত্র ,
তাইতো বিবিধভাবে হয় সে চিত্রিত
তখন সে বলে তুমি কেবলই শুধু ছবি
আর এ কথা বলার সময় আমি তুমিতে
যায় মিলে,তখন আর দুহো বলে কিছু
থাকেনা, নীজেই নীজকে চিনেনা,
একটি মাত্র প্রশ্ন তুমি কি কেবলই ছবি!

শুভেচ্ছা রইল


২৭ শে জুন, ২০২১ দুপুর ১:১৪

মিরোরডডল বলেছেন:


মানব জীবন বড়ই বিচিত্র

আসলেই তাই, খুব বেশী বিচিত্র ।

নীজেই নীজকে চিনেনা,
একটি মাত্র প্রশ্ন তুমি কি কেবলই ছবি!


কথাগুলো সত্যিই ভাবায় ।
আমরা কতটুকুই বা চিনি ।
আদৌ চিনি কি !!!

আশা করি গানটা ভালো লাগবে ।
আলী ভাইয়ের জন্যও অনেক শুভেচ্ছা ।



১৮| ২৭ শে জুন, ২০২১ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা দেখতে পারলে আরও ভাল লাগত।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮

মিরোরডডল বলেছেন:

আজ ভালো লাগা এটুকুই থাক ।
অনেক থ্যাংকস সোহেল।



১৯| ২৭ শে জুন, ২০২১ সকাল ৯:০৭

নীল আকাশ বলেছেন: নাজিয়া হাসান খুব দারুন একজন শিল্পী।
সামু পাগলা গেলেন কোথায়? ব্যক্তিগত যোগাযোগ থাকলে তিনি কেমন আছেন জানাবেন।
লেখা পড়ে মজা লেগেছে।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৩

মিরোরডডল বলেছেন:



হ্যাঁ নীল, নাজিয়া হাসান অনেক চমৎকার একজন শিল্পী ।
সে প্রশ্ন আমাদের সবার, কোথায় গেলেন !!
পাগলা আপুর সাথে ব্লগের বাইরে আমার কোন কন্টাক্ট নেই ।
নীলকে অনেক থ্যাংকস ।



২০| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫

সোহানী বলেছেন: খুব আয়েশ করে তোমার বিখ্যাত ছবি দেখার জন্য লিখার নীচ দিকে নামছিলাম কিন্তু হায়!!!!!!!!!!!!

এর কোনই মানে নাই .................

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৮

মিরোরডডল বলেছেন:



আহারে আপুর কষ্ট করে নীচে নেমে আসাটাই বৃথা !!!
আমি শুধু ভালোলাগার অনুভুতিটা শেয়ার করলাম তোমাদের সাথে :)
থ্যাংকস সোহানীপু ।




২১| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৩৪

রানার ব্লগ বলেছেন: তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ :`>

২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:০৬

মিরোরডডল বলেছেন:



সর্বকালের সেরা কবিতার লাইন ।
সেই কতকাল আগে কবি এই সত্যিটা বলে গেছেন ।
আসলেই প্রেমের আরেক নাম সর্বনাশ !
রানাকে আবারও অনেক থ্যাংকস ।




২২| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: একজোড়া বাঙালি চোখের ছবি দিয়ে ভদ্রলোক বিজয়ী হলেন। বাঙালি হিসাবে গর্ব অনুভব করছি। আর আপনাকে অভিনন্দন জানাতে হেমন্তের এই গানটা দিলাম -

ওগো কাজল নয়না হরিণী

২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:২৪

মিরোরডডল বলেছেন:



এটা সত্যি আমাদের মতো ব্ল্যাক আইজ ওদের কাছে আনকমন । হতে পারে এটাই কারন ।
যদিও ওদের কমন ব্লু-গ্রে , হেজেল গ্রিন আর ব্রাউন আইজ খুবই সুন্দর ।
অনেক থ্যাংকস সাচুকে সুন্দর মন্তব্য আর গানের জন্য ।
সাচুর জন্য চোখ নিয়ে আমার একটি প্রিয় গান ।


আমি তোমার চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধুসর বিকেল










২৩| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:২০

সামিয়া বলেছেন: পোষ্ট পড়ে চোখের ছবিটি দেখার প্রবল আগ্রহ অনুভব করছি

২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:২৯

মিরোরডডল বলেছেন:



প্রবল আগ্রহ মেটাতে পারছিনা বলে আমিও আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি ।
পোস্ট পড়া এবং কমেন্টের জন্য সামিয়াপুকে অনেকই থ্যাংকস ।



২৪| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আহা ! চোখ নিয়ে কত কথা!

২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৩২

মিরোরডডল বলেছেন:



দীর্ঘ বিরতির পর ব্লগে ফিরে এসেছেন দেখে ভালো লাগলো ।
ম্যানি থ্যাংকস ।

২৫| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৩

মিরোরডডল বলেছেন:

থ্যাংক ইউ কবি ।


২৬| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১১

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! দারুণ ব্যাপার!!
আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ডল।

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৬

মিরোরডডল বলেছেন:



অনেক থ্যাংকস মনিপু ।
তোমার জন্য শুভকামনা ।



২৭| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

ঢাবিয়ান বলেছেন: আপু, আমার কিন্ত মনে হচ্ছে ছবিতে আঁকা পটলচেড়া এই দুচোখ আপনারই।

২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩২

মিরোরডডল বলেছেন:



নাহ ঢাবি, ওটা গুগুল ইমেজ :)
অনেক থ্যাংকস ঢাবিকে ।



২৮| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,




ঢোল তো পেটালেন কিন্তু কেমন ঢোল, কতো বাহারী তার তো ছবি দিলেন না ! :|
তবে শিরোনামের ছবিটা মনে হয় আপনারই কাজল ধ্যাসটানো চোখ। ;)

আপনার আনএক্সপেক্টেড ও স্পেশাল প্রাপ্তিটুকু জেনে ভালো লাগলো।

২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

মিরোরডডল বলেছেন:




হা হা হা…… নাহ, ওটা আমি না :)
আই উইশ সো !
মন্তব্যের জন্য জি এসকে অনেক থ্যাংকস ।




২৯| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:৫৪

শুভ_ঢাকা বলেছেন: ইন ফ্যাক্ট নাজিয়ার সব গান আমার প্রিয় কারন সে পছন্দের একজন ।
এটা শুনবে ।


মিরোরডল,

নাজিয়া হাসানের আমার সব আবারও বলছি সব গানই আমারও শুনা। নাজিয়া হাসানের জন্য আমার এক ধরনের চাপা কষ্ট আছে।

view this link

২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:১৬

মিরোরডডল বলেছেন:




এ গানটা আগে শুনিনি ।
চাপা কষ্টটা কি শুনতে চাই ।
আমার ওকে অনেক ভালো লাগে । ব্যক্তি নাজিয়া এবং গায়িকা দুজনকেই ।
এতো অল্প বয়সে এভাবে চলে গেলো তাই খারাপ লাগে ।
তার কণ্ঠ আর গায়কী খুব এক্সসেপশনাল ছিলো ।




৩০| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৬

আমি সাজিদ বলেছেন: আর আমি আজকে শুনেছি সোলসের সেই বিখ্যাত গানটি ( আমি প্রথম শুনেছি ২০১৪ কি ২০১৫ তে)

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়
এই মিলন মেলাকে ঘিরে ভালবাসা সর্বনাশ
ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাকে


আরেকটি ভিডিওতে দেখলাম এটার সুর করেছেন আইয়ুব বাচ্চু আর নকীব খান। তপন চৌধুরী নিজেই বলেছেন।

২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৮

মিরোরডডল বলেছেন:



নদী এসে পথ একটা অসাধারণ গান ! প্রায়ই শোনা হয় আমার ।
এবি, নকীব আর তপন, ত্রিরত্নের সমন্বয়ে কি সুন্দর একটা গান !
সোলসে তপনের কণ্ঠে অনেক ভালো ভালো গান আছে । কি সমৃদ্ধ লিরিক আর সুর !






০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

মিরোরডডল বলেছেন:



কেমন আছে সাজিদ ?
কোথায় হারিয়ে গিয়েছিলো !
অনেকদিন পর দেখছি ।
Is everything alright?

৩১| ২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩০

ভুয়া মফিজ বলেছেন: লেখাটা পড়ে একটা বহুল চর্চিত কৌতুক মনে পড়লো।

ট্রেনে কাটা পড়েছে এক ব্যর্থ প্রেমিক। ভিড় করে লোকজন সেই মৃতদেহ দেখছে। তাদের মধ্যে এক লোক পাশের জনকে বলছে, ব্যাটার কপাল দেখছেন! ট্রেনে বডি কাটা পড়লেও মাথা ঠিকই বাইচা গেছে।

মিড নিজে স্ব-শরীরে সেলেব্রেটি হয় নাই তো কি হয়েছে, চোখ দু'টা তো হয়েছে!!! =p~

সেলেব্রেটি দুই নয়নের উদ্দেশ্যে আমার অল টাইম ফেইভারেট একটা গান নিবেদন করছি!! :Pview this link

২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

মিরোরডডল বলেছেন:



হা হা হা…… না ভুম, চোখ দুটোও সেলেব্রেটি হয়নি ।
Credit went to photographer only.
But I was happy it was my concept and of course eyes too :)

গানের লিংকের জন্য ভুমকে থ্যাংকস । Neil এর হাসিটাও সুন্দর ।
আমার একটা প্রিয় ভুমের জন্য ।





৩২| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: "আমি এনোনিমাস থাকতেই পছন্দ করি" - তাই থাকুন, কিন্তু ছবির চোখদুটোতে তো আপনার নাম লেখা নেই, তাই না? এমন পুরস্কার পাওয়া ছবিটা দেখতে তো পাঠকের আগ্রহ থাকবেই!

যাহোক, সফল মডেলিং এর জন্য আন্তরিক অভিনন্দন!

আপনার পোস্ট মানেই পোস্টে, মন্তব্যে, প্রতিমন্তব্যে অনেক গানের ছড়াছড়ি! এগুলো পাঠকের বাড়তি পাওনা।

২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০২

মিরোরডডল বলেছেন:




ইফ আই বিয়িং অনেস্ট, আমি আসলে খুবই লাজুক ।
চোখ দুটো খুব সাধারণ । আর এই সিমপ্লিসিটিটাই মনে হয় ক্লিক করেছে ।
অনেক থ্যাংকস আপনাকে অভিনন্দনের জন্য ।

আপনার জন্যও একটি প্রিয় গান । গানের কথা সুর মন ছুঁয়ে যায় ।




৩৩| ৩০ শে জুন, ২০২১ রাত ২:০৩

জটিল ভাই বলেছেন:
দারুণ....

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৫

মিরোরডডল বলেছেন:



আই’ম সো স্যরি ফর লেইট রিপ্লাই !
একটু ব্যস্ত ছিলাম ।
ম্যানি থ্যাংকস জটিল ।


৩৪| ১০ ই জুলাই, ২০২১ রাত ১:১৭

একলব্য২১ বলেছেন: আমার ওকে অনেক ভালো লাগে । ব্যক্তি নাজিয়া এবং গায়িকা দুজনকেই ।
এতো অল্প বয়সে এভাবে চলে গেলো তাই খারাপ লাগে ।
তার কণ্ঠ আর গায়কী খুব এক্সসেপশনাল ছিলো ।


চাপা কষ্টটা কি শুনতে চাই ।

তোমার কমেন্টেই তুমি আমার চাপা কষ্টের কথা বলে দিয়েছ।

view this link

১০ ই জুলাই, ২০২১ রাত ১১:০৬

মিরোরডডল বলেছেন:



Fly me to the moon
Let me play among the stars






৩৫| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:২৬

একলব্য২১ বলেছেন: মিরোরডল,

Frank Sinatra এই গানটি আমি মাঝে মাঝেই শুনি।

view this link

১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৩

মিরোরডডল বলেছেন:



থ্যাংকস শুভ, ফ্র্যাঙ্কের গানটা সুন্দর ।
জোনাস ব্লুয়ের এটা শুনবে, মিউজিক ভিডিওটাও চমৎকার !

Maybe we're perfect strangers
Maybe it's not forever
Maybe we'll stay together
Maybe we'll walk away





২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৮

মিরোরডডল বলেছেন:




ওয়েলকাম ব্যাক শুভ।
ভেবেছিলাম ফিরে আসার পর বকা দিবো কিন্তু শায়মাপুর পোষ্টে কারণটা জেনে খুব শংকিত হলাম।
আমাদের শুভ এতো কষ্টের মধ্যে ছিলো অথচ আমরা কিছুই জানিনা।
thanks God you're okay now.
we missed you a lot.
good to see you again.
ভালো থাকবে, পরে কথা হবে।


৩৬| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:৫১

ইন্দ্রনীলা বলেছেন: চোখ যে মনের কথা বলে। বড় সুন্দর।

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৩

মিরোরডডল বলেছেন:

ম্যানি থ্যাংকস নীলা ।


৩৭| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৯

সোনালি কাবিন বলেছেন: বাহ! সুন্দর!

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৫

মিরোরডডল বলেছেন:



আই’ম সো স্যরি ফর লেইট রিপ্লাই ।
গত দুই সপ্তাহ সামুতে আসা হয়নি ।

মন্তব্যের জন্য কাবিনকে অনেক অনেক থ্যাংকস ।



৩৮| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩০

শায়মা বলেছেন: মিররমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কোথায় ছিলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তোমাকে দেখিনা কেনো?????????????????


আসো আসো আমার বাসায় আসো শিঘরি!!!!!!!!!!!

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫০

মিরোরডডল বলেছেন:



আপুটা একটু ব্যস্ত ছিলাম, তাই আসা হয়নি ।
অনেক কিছু মিস করেছি মনে হচ্ছে ।
হুম এখনই যাচ্ছি ।



৩৯| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: মিররমনি!!!!!!!!!!

তুমি কি করি ভাইয়ার ঘসে মেজে আমাল থুন্দল তবিকে ভূত বানানো দেখে যেন ভয় পেয়োনা !!!!!!

এই নাও আসলটা!!!!!!



এলবাম থেকে তুলে আনলাম! :)

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৮

মিরোরডডল বলেছেন:



ভয় পাবো কি ! আমারতো ছবিটা খুবই সুন্দর লেগেছে ।
হাসি, চাহনি, ওই যে বললাম চোখ যেন কথা বলছে ।

ইটস বিউটিফুল !!!

থ্যাংকস ফর শেয়ারিং আপুটা ।



৪০| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

প্রত্যাবর্তন@ বলেছেন: চমতকার পোস্ট

২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

মিরোরডডল বলেছেন:
আবারও মন্তব্যের জন্য অনেক থ্যাংকস প্রত্যাবর্তন :)
এই নিক থেকে রেগুলার একটিভ দেখে ভালো লাগলো ।

৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আশা করছি, পোস্ট ড্রাফটে রাখছেন, ডিলিট করছেন না। সব ফিরিয়ে আনুন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মিরোরডডল বলেছেন:





হুম, ড্রাফটে নিয়েছি।
নাহ ডিলিট করিনি।

কোন আগ্রহ পাই না।
থ্যাংকস প্রত্যাবর্তন।

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

স্প্যানকড বলেছেন: চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক ! =p~

---- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৬

মিরোরডডল বলেছেন:




রুদ্রর লেখা ভালো লাগে।
থ্যাংকস কবি।


৪৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পালায়ে থাকাটাও
কারো কারো হবি হয়ে যাচ্ছে ।

.........................................................
জীবন অনেক সুন্দর,
তাই উপভোগ করতে হয় সবাইকে নিয়ে,
''যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্‌-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা-
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।''

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:২৩

মিরোরডডল বলেছেন:




স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পালায়ে থাকাটাও
কারো কারো হবি হয়ে যাচ্ছে ।


কথা সত্যি।
হয়ে যাচ্ছে না, নেশা হয়ে গেছে।
থ্যাংকস শঙ্খচিল।
আমরা বরং এবির একটা গান শুনি।





৪৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর পালাতে হবে না , আর নেশা করতে হবেনা যদি ... ... ...
.....................................................................................
ভালোবাসা এবং সম্মান…. এই দুটো জিনিস
প্রিয় মানুষের কাছ থেকে আসে,
জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়।
.....................................................................
চোখেতে অনেক ছবি ভালো লাগে,
আপন করে পেতে সাধ যে জাগে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
রংধনুর রং শুধু প্রাণেতে ঝরে,
উদাস এ মনকে বিভোর করে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৭

মিরোরডডল বলেছেন:




স্যরি ফর লেইট রিপ্লাই।
আমিতো নেশা করিনা।

প্রিয় মানুষদের কাছ থেকে ভালোবাসা আর সন্মান যতটুকু প্রাপ্য তারচেয়ে বেশিই পেয়েছি।
মাঝে মাঝে সেই অতিরিক্ত ভালোবাসা অত্যাচার মনে হয় বলেইতো পালাতে চাই।

জীবন আমার কাছে অতীব সুন্দর, অমৃত সুধাতুল্য।
যা আমি একটু একটু করেই পান করতে পছন্দ করি।

থ্যাংক ইউ সো মাচ আবারও এসে মন্তব্য করার জন্য।
ভালো থাকবে শঙ্খচিল।


৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: অঃ টঃ - আমি তো ব্লগ ছেড়ে একেবারে চলে যাচ্ছি না। :) তবে লগ ইন এবং মন্তব্য কম করবো।

মিরোরডডল এবং আরও কয়েকজনকে তো আমিও মিস করতে চাই না। :) মিরোরডডল এবং বাকিদের টানেই একেবারে চলে যাওয়া সম্ভব হবে না।

আনন্দে কাটুক মিররের দিনগুলি এই কামনা করছি। ভালো থাকবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

মিরোরডডল বলেছেন:




সো স্যরি ফর লেইট রিপ্লাই।
হ্যাঁ সেটাই, একদম চলে যাবে না।
ব্যস্ততার জন্য কম আসতে পারে কিন্তু আসতে হবে।

মনে পড়ে আমরা বেশ কয়জন সামুতে কত গল্প আড্ডা সময় কাটিয়েছি রাতের পর রাত।
একটা সময় সবাই কেমন বিচ্ছিন্ন হয়ে গেলো।
শুভকে অনেক মিস করি, ইন ফ্যাক্ট একরকম দুশ্চিন্তা হয়, বেঁচে আছেতো!!!
এটা বিশ্বাস করা যায়না, বেঁচে থেকেও একবার আসবে না।

বাকিদের কথা আর নাই বা বলি, সব কেমন এলোমেলো।
আমারও এখন আর আগের মতো আসতে ইচ্ছে করেনা।
কোথায় কি যেনো সুর কেটে গেছে!

সাচুও ভালো থাকবে, আনন্দে থাকবে।





৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৬

স্প্যানকড বলেছেন: প্রেম বলতে
তোমার চোখে
আমার আকাশ আঁকা
একনাগাড়ে উড়তে থাকা । :)

ভালো থেকো মেয়ে :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০০

মিরোরডডল বলেছেন:




বাহ! কথাগুলো সুন্দর।
থ্যাংকস, ভালো থাকবে ছেলে।

৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: আমার জন্য দেয়া আপনার প্রিয় গানটির ভিডিও লিঙ্ক খুলছেনা; "আনএ্যাভেইলেবল" দেখাচ্ছে।
আবার দিন, যদি সেটা কোন গান ছিল, তা মনে থাকে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:২৬

মিরোরডডল বলেছেন:




দুই বছর আট মাস আগের দেয়া লিংক, কি যে ছিলো ভুলে গেছি :(

এখন যেটা শুনছি সেই পুরোনো হেমন্ত দিয়ে যাই।
আগের পোষ্টে ফিরে আসার জন্য অনেক থ্যাংকস।




২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:২৯

মিরোরডডল বলেছেন:





লিংক যাচ্ছে না , তাই এভাবে দিলাম।


৪৮| ০৯ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে আছে আড্ডার কথা। সুন্দর একটা সময় ছিল। হয়তো সামনেও আবার আসবে এমন সুন্দর সময়।

শুভ ফিরে এসেছে জেনে খুব ভালো লাগলো। তবে সে একটা বড় দুর্ঘটনার শিকার হয়েছে সম্ভবত। মিররের দেয়া গানটা আগে কখনও শুনি নাই। খুব ভালো লাগলো।

আর মিররকে পেত্নি বলিনি। শায়মা আপুকে বলেছি। :)

আমার প্রিয় জাগজিৎ আর চিত্রার একটা গান দিলাম মিররের জন্য। মিরর অবশ্যই শুনে থাকবে।


পরে কখনও আরও কিছু গান শেয়ার করবো।

১০ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৭

মিরোরডডল বলেছেন:




হয়তো সামনেও আবার আসবে এমন সুন্দর সময়।

মনে হয়না আর হবে, কারণ সেই মানুষগুলো নেই।

শুভ ফিরে এসেছে জেনে খুব ভালো লাগলো। তবে সে একটা বড় দুর্ঘটনার শিকার হয়েছে সম্ভবত।

তাইতো দেখলাম আপুর পোষ্টে কিন্তু আমার সাথে কথা হয়নি এখনও, রেগুলার হলে জানতে পারবো ঠিক কি হয়েছিলো।
তারপরও এই যে দেখা দিয়ে গেলো, জানলাম বেঁচে আছে, এটাই অনেক শান্তি!

আর মিররকে পেত্নি বলিনি। শায়মা আপুকে বলেছি। :)

সাচু একটা পাগল, আমি কি কিছু বলেছি!
আমিতো জানি সাচু এসব ফান করে।
আর তাছাড়া আমাকে বললেও কি আমি মাইন্ড করবো!
কখনোই না, আমি ফান পছন্দ করি।
আর অল্পতেই মাইন্ড খাবার মতো মানুষ আমি না।

মিরর অবশ্যই শুনে থাকবে।

হ্যাঁ সাচুর দেয়া গজল ছোটবেলা থেকেই শুনেছি, ভীষণ প্রিয়।
আমার প্রিয় আরেকটা গজল দিচ্ছি।
ভালো থাকবে সাচু।
মাঝে মাঝে দেখা দিয়ে যাবে।





৪৯| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৩

একলব্য২১ বলেছেন: ডল,
পরে কথা বলবো। এখন বিশ্রাম নিব। তুমি দেশে আসছিলে। তোমার মা আর খুদে কেমন আছে। তোমার খুদেকে কেমন দেখলে। বড় হয়ে গেছে? কি কি পরিবর্তন দেখলে। অসুস্থ থাকা অবস্থায় তোমাদের কথা খুব মনে পড়তো। তবে তোমার মিরোরডল নামটা মনে করতে পারছিলাম না। শুধু ডল মনে আসছিল। চুয়াত্তর ভাইয়ের কমেন্ট পড়ে ওনার মনে পড়্বছিল। এনি ওয়ে এখন যাই। ইউটিউবে কয়েকটা প্রোগ্রাম দেখবো। পরে আবার আসবো। বাই ড
মলি :P

১৭ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩৪

মিরোরডডল বলেছেন:




শুভ,
আট মাস পর!!! ভালো লাগছে শুভকে দেখে।
হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি ঢাকায় ছিলাম। মা আর ক্ষুদে ভালো আছে।
হুম! বড় হয়ে যাচ্ছে, দশ পার হয়ে গেলো। কিন্তু আমার কাছে এখনও বাচ্চা, এখনও আমরা একসাথে খেলি, মায়ের পাশে কে ঘুমাবো এই নিয়ে মারামারি করি।

সামুতে যখন আমরা কেউ কেউ গল্প আড্ডায় মেতে আছি, তখন আমাদেরই বন্ধু শুভ মৃত্যুর সাথে লড়ছে, অথচ আমরা সেটা জানিই না। হয়তো ওপারে চলে যেতো, ফিরেতো নাও আসতে পারতো!
সত্যি আমি অবাক হয়ে ভাবি, এ কেমন বন্ধুত্ব আমাদের!!!

সময় করে কখনও পুরোটা লিখবে কি কি হয়েছিলো, কিভাবে হয়েছিলো। সব জানতে চাই।

এসেই দুষ্টামি শুরু হয়েছে, আবারও সেই ডলি মলি?
যাক! আগে হলে রাগ করতাম, এখন আর রাগ করবো না।
ভালো থাকবে শুভ, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।

আমাদের প্রিয় গজল......



১৭ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩৭

মিরোরডডল বলেছেন:





লিংকটা যায়নি





৫০| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪১

একলব্য২১ বলেছেন: ডল,

তোমার কমেন্ট পড়ার জন্য সামুতে ঢুকলাম। তোমার দেওয়া গজলটা শুনলাম। কতদিন পর যে গজল শুনলাম। মৃত্যু খুব নি:শব্দে এসেছিল আমার জীবনে। ৫দিন কমায় ছিলাম। সেই ৫ দিনের কোন স্মৃতি এখনও আমার এক বিন্দুমাত্র মনে নেই। মাথার একদম পিছন থেকে ডান কান অবদি গভীর scar marks এখন অবশ্য চুলের নিচে ঢাকা পরে গেছে। অনেক কিছু ভুলে গেছিলাম। এখন অবশ্য আস্তে-ধীরে সব মনে পড়ছে। হাসপাতালেরর বিছানায় শুয়ে তোমাদের কথা খুব মনে পড়তো।

আজকের জন্য আসি।

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫৯

মিরোরডডল বলেছেন:




মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসছে শুভ।
কমায় থাকলে সেই স্মৃতি মনে থাকার কথাও না।

এক্সিডেন্ট কোথায় হয়েছিলো, কিভাবে?
যদি খুব বেশি মানসিক প্রেশার হয় লিখতে, তাহলে দরকার নেই।
পরে যখন কমফোর্টেবল হবে, তখন লিখবে।

এখন অবশ্য আস্তে-ধীরে সব মনে পড়ছে।

এটাতো গুড নিউজ।
এভাবেই একসময় সব ঠিক হয়ে যাবে।
ভালো থাকবে শুভ।

৫১| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৩

শেরজা তপন বলেছেন: সাচুর টানে গুরতে ঘুরতে ফের চলে আসলাম এখানে। শুভ'র দুর্ঘটনার খবরটাও জানলাম!
আহা চুড়ান্ত খারাপ কিছু হয়ে গেলে তো জানতামইনা কোনদিন।

সাচুর অভিমান কি নিয়ে জানতে পারি কি? অনেকেই ব্লগে নেই - কেমন মিইয়ে গেছে ব্লগটা। কিসের টানে যেন ঘুরে ঘুরে আসি।

* চোখজোড়া কিন্তু সযত্নে তুলে রেখে দিয়েছি।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫২

মিরোরডডল বলেছেন:




অনেকেই ব্লগে নেই - কেমন মিইয়ে গেছে ব্লগটা

শেরজাও আগের মতো রেগুলার না।

সাচু অভিমান করেছে নাকি ব্যস্ততা বেড়েছে সেটা জানিনা।
হতে পারে ওমরা করতে গেছে। অথবা রোজার মাস, তাই একটু কম আসে।
তবে আসবে, চলে যায়নি।

চোখজোড়া শুধু সযত্নে রাখলে হবে না, চোখের ভাষা কি বুঝলো সেটা জানাবে।
শুধু এ কারণেই শেয়ার করেছি কিন্তু।
ভালো থাকবে শেরজা।



৫২| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:০২

আরইউ বলেছেন:



কেমন আছেন, মিরর?
রোমান্টিক গানের কথা বলায় মনে হলো Don't Cry Joni গানটা কেমন লেগেছে?

২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৯

মিরোরডডল বলেছেন:




এটাতো অনেক পপুলার একটা গান।
ভীষণ সুন্দর, রোম্যান্টিক এবং স্যাড।
আজ অনেকদিন পর শুনলাম।
থ্যাংকস।


৫৩| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৯

আরইউ বলেছেন:



Jason Saltiel এর Come Hell Or High Water শুনেছেন?

২০ শে মার্চ, ২০২৪ রাত ১:০০

মিরোরডডল বলেছেন:




নাহ, এটা আগে শুনিনি।
ম্যানি থ্যাংকস।

লাস্ট উইশ বাকেট লিস্টের একটি গান।





৫৪| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১:২৪

আরইউ বলেছেন:



চমৎকার গান!
দু‘টো গান দিয়ে আজকের মত বিদায়...

* মনে করো যদি সব ছেড়ে হায় (সম্ভবত আমার ভালোলাগা টপ ২০ রোমান্টিক গানের মাঝে থাকবে)

* Worry About You

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

মিরোরডডল বলেছেন:




চিত্রার মনে করো এটা আমারও ভীষণ প্রিয় একটা গান।
সেকেন্ড গানটা আগে শুনিনি।

আরইউ কে অনেক থ্যাংকস প্রিয় গানগুলো শেয়ার করার জন্য।

সেই সময়ের চিত্রার আরেকটি গান, এগুলো শুনলে নস্টালজিক হয়ে যাই।
এমন সব প্রিয় মানুষদের মনে পড়ে যারা কেউ বেঁচে নেই।





another top favorite.....





২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

মিরোরডডল বলেছেন:




লিংকটা যায়নি।





৫৫| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১:২৩

আরইউ বলেছেন:



আপনার এই পোস্টটা বেশ ভারী হয়ে গেছে। লোড হতে সময় নেয়।

চিত্রার ”কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনদিন যেও ভুলে...“ গানটা আমার সম্ভবত ওনার গানগুলোর মাঝে ২য় পছন্দের। “কথা ছিল দেখা হবে“-ও অসাধারণ।

ম্যাট মনরোর গলা যে কী অসাধারণ! ধন্যবাদ, মিরর, গানটার কথা ভুলেই বসেছিলাম।

২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৩

মিরোরডডল বলেছেন:





হ্যাঁ, এই ভারী পোষ্ট চেঞ্জ করতে হবে।
হালকা একটা নিয়ে আসবো :)

জগজিৎ চিত্রার গজল আমার ভীষণ প্রিয়।
আবার দুজনেই ভালো বাংলা গানও করেছে, বিশেষ করে চিত্রার অনেক মিষ্টি বাংলা গান আছে।

ম্যাট মনরো এবং আরও কিছু সেই সময়ের গায়কের গান শোনা হয়।
ওল্ড ইজ গোল্ড, সেরকম গান এখন সত্যিই পাইনা।

বাংলা গান শোনা হয় কিনা জানিনা, আমি অনেক শুনি।
অর্থহীনের সুমনের কণ্ঠে একটা প্রিয় গান।




৫৬| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৯

আরইউ বলেছেন:




বাংলা গান শুনি। যদিও আমার প্রিয় গানের তালিকা খুব একটা বড় হবেনা, গানের প্রশ্নে আমার পছন্দের কোন জনরা নেই, শিল্পি নেই, ভাষা নেই। বলতে পারেন অনেকটা সর্বভূক। তবে হেভি মেটাল খুব একটা পছন্দ নয়।

ইউটিউব কোন কারণে শিশির ও মাশা নামে দু‘ জনার একটা গান সাজেস্ট করলো। লতার গাওয়া গানটা আগেই শোনা, সুন্দর গান। এই কভারটায় মাশা গেয়েছেও খুব ভালো।

যারে, যারে উড়ে যারে পাখি...

২২ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১২

মিরোরডডল বলেছেন:




গানের বিষয়ে আমিও সর্বভুক।
লিরিক সুর ভোকাল তিনটার সমন্বয়ে শুনতে ভালো লাগলে সব ধরণের গানই শোনা হয়।

এই গানটা ছোটবেলা থেকে শুনেছি, কারণ বাবা শুনতেন।
মাশা এতো সুন্দর করে গাইলো, আমি মুগ্ধ!

আর শিশিরের গিটার এক কথায় excellent!!!

ম্যানি থ্যাংকস আরইউ গানটা শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.