![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোষ্ট করা যাচ্ছে, পড়া যাচ্ছে।
লাইকও দেয়া যাচ্ছে, শুধু কমেন্ট পড়া বা করা যাচ্ছে না।
তাহলে এখন শুধু পোষ্ট আর কাউন্টার পোষ্ট হবে।
অথবা অন্যদের পোষ্ট পড়ে সমালোচনা বা কমেন্ট করে সেগুলো নিয়ে একটা পোষ্ট।
বলা যায় পোষ্ট রিভিউ
১৩ বছর পরে সামহোয়্যারে আসলাম শিরোনামে পোষ্ট পড়েই বলতে এলাম, ১৩ বছর পর আসার জন্য কি পারফেক্ট সময়ে পোষ্ট দিয়েছেন। আম জনতার কথা বলতে এলেন যখন কোন জনতাই নেই
তারপরও ওয়েলকাম ব্যাক।
সামু সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি এটাই উইশ।
সামু নেই কেমন যেন দম বন্ধ হয়ে আসছে।
মনে হচ্ছে কি যেন নেই নেই!
০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:২৭
মিরোরডডল বলেছেন:
আর মরতে হবে না।
কমেন্ট রিপ্লাই সবই পারবে।
এবার আবার নব উদ্যমে কবিতা লিখবে
২| ৩১ শে মে, ২০২৩ ভোর ৪:৪৫
কামাল১৮ বলেছেন: চেষ্টা করে দেখি কমেন্ট করা যায় কি না।
০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:২৮
মিরোরডডল বলেছেন:
কমেন্ট সঠিকভাবেই হয়েছিলো কিন্তু আজ দেখতে পেলাম
৩| ৩১ শে মে, ২০২৩ সকাল ৭:১২
শেরজা তপন বলেছেন: মন্তব্য মোবাইল ভার্সনের করা যায় দেখা যায়। কিন্তু ফুল ভার্সনে দেখা যায় না করা যায় না।
০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:৩০
মিরোরডডল বলেছেন:
thanks God finally those days over.
সামু আবার প্রানবন্ত হয়ে উঠবে।
৪| ৩১ শে মে, ২০২৩ সকাল ৮:১৩
শেরজা তপন বলেছেন: তাই হোক লগ ইন করতে পারছি এটাই অনেক বড় সান্তনা
০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:৩২
মিরোরডডল বলেছেন:
সেটাই লগ ইন করা গেছে, পোষ্ট করা গেছে এটাই বা কম কি।
ভালোই গেলো কটা দিন একটু উরাধুরা
৫| ৩১ শে মে, ২০২৩ সকাল ৯:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য পাচ্ছি না
০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:৩৩
মিরোরডডল বলেছেন:
এখন পাবে, সবতো ঠিক হয়ে গেছে আপু।
৬| ৩১ শে মে, ২০২৩ সকাল ১১:৩৩
আমি সাজিদ বলেছেন: শিরোনাম কিছু নেই
০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:৩৭
মিরোরডডল বলেছেন:
হুম তাইতো। শিরোনামে কিছু ছিলোনা বিস্ময় ছাড়া।
যাক সব ঠিক হয়ে গেছে।
দুঃসময়েও পাশে থাকার জন্য থ্যাংকস সাজিদ
আই উইশ সামু আবার আগের মতো সচল হয়ে উঠুক।
৭| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:১৪
একলব্য২১ বলেছেন: ব্যস্ত থাকায় তেমন একটা সামুতে আসতে পারিনি এই কয়দিন। ৩১শে মে সামুর পেইজ ওপেন করার পর দেখি তোমার পোস্ট। আমি তো রীতিমত হকচকিয়ে গেছি। তুমি তো সচরাচর পোস্ট দাও না। পরে পড়ে বুঝলাম সামুর সফটওয়্যারের সমস্যা হয়েছে। দেখ আমি তো লেখালেখি করি না। কমেন্টও খুব যে একটা করি তাও না। এই মাঝে মাঝে কোন লেখার বিষয় আমার পড়ার আগ্রহ সৃষ্টি করলে পড়ি বা যে বিষয়টা আমার জানার কৌতূহল সেই ধরনের পোস্ট পেলে পড়ি। কিন্তু তা সত্ত্বেও সেদিন সামুর এই glitch র কারণে খুব খারাপ লেগেছিল। অনেকটা স্বজন হারানোর মত শোক মনে হচ্ছিল। সেদিন আমি বুঝেছিলাম গাজিসাবের কষ্টটা।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২৯
মিরোরডডল বলেছেন:
হুম ঠিক বলেছে শুভ। আমরা সবাই বুঝেছি।
শায়মাপু এখন আর রেগুলার আসে না?
খুব বিজি?
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২৩ রাত ৩:৫৫
স্প্যানকড বলেছেন: আসলেই দম বন্ধ হয়ে মরার দশা ! কমেন্ট পড়তে পারছি না এর উত্তর ও দিতে পারছি না। জানি না কিসের আছর পড়লো সামুর উপরে। জলদি সেরে উঠুক এই দোয়া করছি। ভালো থাকবেন খুব।