নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাজিদের বিদায় পোষ্ট দেখলাম, কমেন্ট সেকশন বন্ধ রাখায় ভাবলাম এখানেই লিখে যাই।
জানিনা কি বলবো, হয়তো এটাই দেখা বাকি ছিলো।
চলে যাবার কারণ জানিনা কিন্তু অনুমান করতে পারছি।
Man! you shouldn't leave.
ব্লগে যে কয়জনের চিন্তাভবনার সাথে প্রায়ই সহমত হতে পারি, you're one of them.
আমার দেখা ব্লগের সবচেয়ে ডিসেন্ট এবং যৌক্তিক ব্লগারদের একজন হচ্ছে সাজিদ।
খুব সেনসিটিভ বললেও ভুল হবে না।
এর আগেও একবার দীর্ঘদিন ব্লগ থেকে দূরে ছিলো।
আশা করি এবারও চলে গেলে আবার ফিরে আসবে।
Don't take too long, come back soon.
Take care, stay safe.
you'll be missed too.
পোষ্ট আকারে এভাবে মন্তব্য করাতে দুঃখিত, আর কোন অপশন দেখছি না।
২| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৩
জুল ভার্ন বলেছেন: ব্লগার সাজিদ অনেক পুরনো ব্লগার। অনেক ক্ষেত্রেই তার সাথে ভিন্নমত, দ্বিমত ছিলো কিন্তু কখনও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৌহার্দ্য সম্মান ছিলো। তাঁর ব্লগ ছেড়ে যাওয়ায় ব্যথিত।
(সকালেই তার পোস্ট দেখার সাথে সাথে তার পোস্টে মন্তব্য করতে যেয়ে দেখি- মন্তব্য অপশন বন্ধ)
৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩
ক্লোন রাফা বলেছেন: মনে হয় আরো বিদায় , শুধু সময়ের ব্যাপার মাত্র। আমিও কমেন্ট করতে গিয়ে ব্যার্থ হই। সব কিছুতে নতুন স্বাধীনতার হাওয়া লেগেছে ।
৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬
নতুন বলেছেন: ব্লগে আমরা আসি নিজের মনের খোরাকের জন্য। অন্যের সাথে ঝামেলার জন্য নিজের মনের শান্তি নস্ট করতে রাজি না।
আপনার ভাবনা আধুনিক যৌক্তিক, লিখুন নিজের আনন্দের জন্য। অন্য কি বললো সেটা নিয়ে নিজেকে কস্ট দেওয়া ঠিক না।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগার সাজিদের প্রতি আহবান, যাই ঘটে থাকুক না কেন, বিদায় নিবেন না। থেকে যান এই ব্লগে আমাদের সাথে। অবশ্য আমিও আগের চেয়ে অনিয়মিত এখন। ব্লগে বিভিন্ন রকমের মানুষ থাকে। তাই বিভিন্ন কারণে অনেককে এড়িয়ে যেতে হয় আমাদের। আবার অনেকের সাথে চিন্তার মিল থাকে। ব্লগের বাইরেও ব্যাপারটা অনেকটা এমনই।