![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ খুবই পরিচিত ১টি দেশ। স্বাধীনতার পর দীর্ঘ ৪৫ বছরে বাংলাদেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকু না পারলেও গত ১০ বছরে অনেক উন্নতি করেছে। পৃথিবীতে অনেক দেশ আমাদের গার্মেন্টসের উপর নির্ভরশীল। শ্রমবাজার এ বাংলাদেশ উপরের দিকে অবস্থান করছে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় রাজনীতি যেন বাধা হয়ে দাড়াচ্ছে। বারবার হরতাল, নৈরাজ্য এসব যেন নিত্য ব্যাপার। ইমরান H সরকার প্রধান মন্ত্রী কে শাশায়। পাওয়ার গ্রীডে সমস্যা হলে প্রধানমন্ত্রীর দোষ এ কোন দেশে আমরা থাকি। ১৪-১৫ জন যুদ্ধপরাধীর জন দেশের কোটিটাকা খরচ করার দরকার কি? এদের মধ্যেকার মীর কাসেম আলী নাকি ফাসি থেকে বাচার জন্য লবিং এ ১৪২ কোটি টাকা খরচ করেছে।বলি এ টাকাটা কার? বিরোধীরা ক্ষমতা জন্য পাগল হয়ে গেছে। দেশের অগ্রগতি তাদের দরকার নেই। ১৮০৩ টা সিটের জন্য দুই লক্ষ ৪৪ হাজার আবেদন করেছে। কি পরিমান বেকার চিন্তা করছি। আমরা কোথায়? তাই বলতেছি যে যেখানে আছি দেশ টাকে এগিয়ে নিই।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১১
খেলাঘর বলেছেন:
আপনি কোনদিকে এগিয়ে নিতে চান? ধাক্কায়ে নিতে চান, নাকি কোন প্ল্যান আছে?