![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেরোখাতায় লেপ্টে রয়েছে একগাঁদা নির্লজ্জ কবিতা
হঠাৎই মাঝরাতে মাথাচাড়া দিয়ে ওঠে কৃত্রিম আলোয়
কোনটি নগ্ন পায়ে শিশির ছোয়ানো স্পর্শের গান শোনায়
কোন কবিতা পাল তোলা নৌকার মাঝিকে হিংসে করে
কোনটি প্রেমিকার বুক ভাঙা আর্তনাদে নেচে ওঠে কুৎসিত আনন্দে
কোনটি কারাগারের চার দেয়াল ভাঙার স্পর্ধায় মাথা তোলে
রব তোলে সব অনিয়মকে সঙ্গি করতে।
আবার কোনটি সব কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
ভেলকি হাসিতে লুটোপুটি খায় ধূলোয়
কোন কবিতা অশ্লীল ভঙ্গিমায় স্রোত তোলে যুবকের সর্বাঙ্গে
কোনটি ঝড় তোলে লজ্জাবতীর ললাটে
কোনটি আবার কবিতা হতে চায় না
অনুভুতিহীনতায় লুকিয়ে থাকে ছদ্মবেশে
এসব অসম্পূর্ণ কবিতারা বড় বেশি নির্লজ্জ হয় মাঝরাতে
খেরোখাতা ছেড়ে মুক্ত হতে ভয় পেলেও
অবেলায় নির্লজ্জ হয়ে উঠতে এদের জুড়ি নেই।
©somewhere in net ltd.