![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তুমি ছুঁয়ে যেও, তুমি ছুঁয়ে যেও
আমাকে না
আমাকে না;
ছুঁয়ে যেও আমার,
আমার ভিতরে আমার
কি নিদারুণ কষ্টে জমে থাকা
নিপাট হাহাকার!
তারপর বুঝ
বুঝে নিও,
কতটুকু ভস্ম হলে
কতটুকু পোড়ালে
কতটুকু পুড়ে পুড়ে ছাই হলে
বেদনারা এত হয় আপন।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
দারুন! ভাবের লহরী খুব ভাল লেগেছে! ব্লগে এটা আপনার প্রথম কবিতা তাই প্রথম লাইক।