নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

বিরাণ দুপুরে

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৮



বিরাণ দুপুরে মেয়ে ঘর ছেড়ে ছিল
গিয়েছিল নদীর ঘাটে,
এত এত জল নদীর কানায়
আঁচল ভিজিয়ে মেয়ে ভিজে ছিল খুব
হাতের অঞ্জলি ভরে করেছিল পান
উজানে ভাসানো জল;
গাঙচিল তার কেশ ছুঁয়ে গেছে
ডাহুক করেছে লুকোচুরি,
আনমনা মন ভেসে গেছে দূরে
ভাটির নৌকা ধরি।

বিরাণ দুপুরে মেয়ে ঘর ছেড়ে ছিল
গিয়েছিল নদীর ঘাটে,
ভাটির নৌকায় চলে যাওয়া মাঝি
বৈঠার আঁচড়ে জলের ক্যানভাসে
কি ছবি এঁকেছিল তার?
দূরের আকাশে ভেসে থাকা মেঘ
ডেকেছিল বারংবার,
ও মেঘের খেলায় ছিল কোন ডাক
বোঝেনিকো মেয়ে কভু,
ভোলাভালা মেয়ে
সেই থেকে উদাস
বিরাণ দুপুর এলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.