নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

পারভারশন

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০০




তোমার বয়স কুড়ি
পাশের বড়ির বান্ধবীর মা
কতো হোল তার, চল্লিশ?
আর কটা দিন যাক,
হতেই পারে এমন
চারুলতার তরুণ পাতা লাগে না তোমার ভাল;
চল্লিশেই মজে তুমি গোঁফ করেছ ধাঁর,
আহা জীবন মানেই এমন
ক্ষণিক তুমি উজান খোঁজ
ক্ষণিক ভাটির জল।

এমনওতো হতে পারে
বয়স তোমার ষাট,
হয়ত টাকার কুমির তুমি
কিংবা তুমি
বন খেকো ওসমান,
ষোলোর কোন ষোড়শীতে
হৃদয় মজার মছিবতে
ভায়াগ্রাতে পাইলে তুমি
মস্ত সমাধান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.