![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
জ্যোৎস্নার পালঙ্কে
কে অমন শুয়ে আছে নিশুতি রাতে?
এমন রাতে মৌনতা ভাল নয়,
এমন রাতে জ্যোৎস্না আর শিশিরে জলে ভিজে ভিজে
জলজ দেবীর মত
নিরুত্তাপে কামনা বিলাতে নেই।
জানালার কাঁচ
বা বেলাজ পর্দার
কেন এত বেপরোয়া ভাব
এই আধেক রাতে?
পালঙ্কে শোয়া ঐ মৌন রমণী
আর দেয়ালের সীমানায় বন্দী এ নীরব কবি
মতানৈক্যের খড়গে দ্বিখন্ডিত;
তবু তার মৌনতা
আর কবির নীরবতা
সমাসীন বা সমার্থক বিশেষণে বিশেষিত হয়েও
অনুভবে ব্যবচ্ছেদ রচে গেছে
কাঁচ ও পর্দার দুর্লঙ্ঘ প্রাচীর।
৩০শে এপ্রিল ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.