নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেমিক

১০ ই মে, ২০১৬ সকাল ৯:৫৮


কেউ জানেনি
তিল তিল করে জমানো বেদনায় আমি এক নিরেট পাহাড়;
কেউ বুঝেনি
প্রতিটা পাথরের কতটুকু উষ্ণতারা জমে জমে
পাহাড়ের শিখরে জমে আছে মোর
কুয়াশার বাস্পে মোড়া জমানো মেঘ।
শুধু ঐ নীলাবতি কন্যা জানে
সে বিষাদের নীল বলেই আমি মেঘ হই বার বার।
আজন্ম জলজ আধারে ঈশ্বর সঁপেছে আমায়,
তবু আমি এক তৃষিত নিরাকার আকারে
ভালবাসা পেয়ে কিংবা না পেয়ে
চিরন্তন ব্যর্থ প্রেমিক।

আহ রমণী!
আহ রমণীরা!!
চোখে চোখ রাখতেই কেউ কেউ বলেছিল
'এ আর এমনকি!'
মুদির দোকানী কিংবা রাস্তার ঠিকাদার
আমার মতই হয়ত তাকিয়েছিল চোখের 'পরে রেখে চোখ;
চোখের ভিতরেও থাকে চোখ,
থাকে ভিসুভিয়াসের মত অকস্মাৎ জ্বলে ওঠা হৃদয় পোড়ন;
আহা! কেউতো বোঝেনি সেসব কথা।
পাহাড়ের মত বোধ নিয়ে শুধু দাঁড়িয়ে থাকা
এ অবাক পৃথিবীতে,
অহর্নিস এ হৃদয় ক্ষরণ কেউ আর রাখে না মনে;
শুধু কবির কষ্টগুলো থেকে যায় পাথরে-পাহাড়ে
মেঘে মেঘে, মেঘেদের জলজ বাড়িতে।

৯ই মে ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.