নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

রোদ্দুর

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:২৯




এতকাছে এলে! এতকাছে কাছে!!
এরচেয়ে কাছে কি এসেছে মানুষ?
তবুওতো চলে গেছ দূরে।
অনেক ফাগুণ কেটে গেছে
উপদ্রপ, অবহেলায়।
বাইরের সোনা ঝরা রোদে
ভেসে গেছে মানুষের লোকালয়,
ভেঁজানো দরজার আড়ালে তপস্যায় তপস্যায়
প্রাপ্তিহীন, নির্মোহ সময়ের উপহাস-উপেক্ষায়
এ কবির পাহাড়-ভারী বুকে
অনেক নিঃশব্দ দুপুর, নিঃসঙ্গ রাত
কেটে গেছে অন্ধকারে আলো খুঁজে খুঁজে
অপেক্ষায় অপেক্ষায়।

আবার এসেছো,
তরুণ বৃক্ষরা সেই কবে ছুঁয়ে গেছে আকাশের বাড়ি,
তাতে কি?
জারুল তরুর প্রেমে মত্ত এ কবির
ছায়াবীথি তলে কেটেছে অখণ্ড অবসর
এ কবি রোদের তৃষ্ণায় ব্যাকুল
ও মেয়ে তবে হও রোদ্দুর;
এ কবি অনেকদিন রোদ্দুর দেখেনি।

২৫শে জানুয়ারী ২০১৬

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: আপনি সুন্দর কবিতা লিখতে পারেন।

পরপর দুটি লেখা পড়লাম আপনার।
ভাল লেগেছে।

০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৪১

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.