নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অচীন দেশের মেয়ে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

কিছুতেই হয়না কিছু
তবু বসে থাকি উজান গাঙের পানে,
জল টল-মল বহে ছল ছল
পারিনা পেরুতে এপার ওপার
আসে ভেসে জলে পানসীতে করে
অচীন দেশের মেয়ে।

ভাঙা নৌকো তীরে বাঁধা থাকে
স্রোতের অতল নিশান,
পাড়ে বসে শুনি বেলা শেষে ধ্বনি
ঘরে ফেরা গানে জীবনের সুর
গেয়ে যায় অচীন কৃষাণ।

রাতের আকাশ দূরে কাশবন
শুয়ে থাকা বালিয়াড়ি,
রাত জাগা পাখি ডেকে যায় দূরে
জলের মমতা ভুলি।

ভুলে থাকা গান জীবনের মানে
নীলাভ মেঘের ছায়ে,
তারা হয়ে ভাসে বিথীকার মাঝে
অচীন দেশের মেয়ে।

৭ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

আলপনা তালুকদার বলেছেন: অসম্ভব সুন্দর !!!!! হিংসে হচ্ছে, যদি এমন লিখতে পারতাম!!!
ভাল থাকুন সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি বেশ মায়াময়। ভাল লেগেছে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪০

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ জনাব ডানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.