নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

একটি ঘুড়ি

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩



মন খারাপের অনেক ঘুড়ি
মস্ত আকাশ জুড়ে,
ঘুড়ির রঙে মেঘগুলো আজ
যাচ্ছে দূরে উড়ে।

যেই ঘুড়িটা নীলাভ রঙের
মেঘের দেশে বাড়ি,
সেই ঘুড়িটা ওখানেই থাক
বাড়ুক না হয় আড়ি।

যেই ঘুড়িটা রক্তলালে
সূর্য্য হয়ে হাসে,
সেই ঘুড়িটাই আমার হৃদয়
আমার মাঝেই থাকে।

লালের রঙে একটা ঘুড়ি
নীলাভ রঙের আরেক,
রক্ত ক্ষরণ হৃদয় পোড়ন
হচ্ছি শোকে আধেক।

খুব বেশী কি আসবে যাবে
পথের পাশের ফুলের রঙে
একটা ঘুড়ি হলে?
ফুলের সুবাস-গন্ধমাখা
একটা ঘুড়ি তোমার মত
হাজার বছর স্বপ্ন হয়ে
আমার চোখে দোলে।

একটা ঘুড়ি হওনা মেয়ে
একটা ঘুড়ি হও
তোমার এটূক ইচ্ছে হলে
আরেক জীবন তুচ্ছ ভেবে
তোমার মাঝেই খুঁজে নেব
বিশ্ব চরাচর।

২৬শে মার্চ ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো ++

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই, খুব বিলম্ব হল উওত্তর দিতে। ভাল থাকুন, সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.