| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

অভিমানী মেঘ ঝুলে আছে দূরে
আমার লুকোনো অশ্রু ধরিয়া বুকে, 
অভিমানী মন ছুঁয়ে যায় তাকে
তবু তার হৃদয় ভেজে না জলে। 
নীলাভ আকাশ 
কখনো মেঘ-জলে ঢাকা
কখনো আঁধারের রাতে জোস্নার ভেলা, 
অভিমানী মন ছুঁতে চায় মেঘ
ও মেঘ তবু ভোলেনা আকাশ।
এ হৃদয় হয়েছে ক্ষত ষোল কোটি বছর
পৃথিবীর সব প্রত্যাখ্যাত হৃদয়ের ক্রন্দনে, 
অভিমানী মনের এসব ক্লেশ
ষোল কোটি বছরের তুচ্ছতার শ্লেষে 
আমি এক বিপন্ন অভাজন, 
হয়ে আছি এক ব্যর্থ প্রেমিকের
অনুপম বিজ্ঞাপন। 
২৭শে মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
 
৩১ শে মার্চ, ২০১৭  ভোর ৬:১৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। যথেষ্ঠ দেরীতে উত্তর দেয়ায় দুঃখিত। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৭  বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।