নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:২১


একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে এ গল্পের চিত্রায়ন।

ধর্ষণ

রেজ্জাকুল হায়দার কাইছার শলাকা দি্যে দাত খিঁচতে খিঁচতে গোলাপ গাছে পানি দিচ্ছেন আর মিটিমিটি হাসছেন। বলা যায় সে যাত্রা তিনি বড় বাঁচা বেঁচে গেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকলে তাকে সেই দিন অনেক ঝামেলা পোহাতে হত। স্ত্রী মছিরনের দুপুর থেকেই ফোন বাজছিল, বিপদ আঁচ করতে পেরে রেজ্জাকুল মছিরনের ফোন ধরার প্রতি কোন আগ্রহ দেখালেন না। কিন্তু সন্ধ্যার পরেও যখন মছিরনের ফোন নাছোড়বান্দা, ফোন উঠাতেই স্ত্রী মছিরনের কান্না মাখা কণ্ঠস্বর - 'এই শুনেছ আজ দুপুরে হারামজাদা গানের মাস্টার মেয়েকে গান শিখাতে এসে----' মছিরনের কথা শেষ হয়না, রেজ্জাকুল টেলিফোনের অপর প্রান্তে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান।
ভাবলেশহীন রেজ্জাকুল মায়ের দেয়া চা টা শেষ করেই দুই তিন ঘন্টার পথ পেড়িয়ে একরাশ বিরক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শ্বশু্রের বাসায় উপস্থিত হন।
-- বিজ্ঞ শ্বশুর মাথা নাড়িয়ে নাড়িয়ে বলেন 'বুঝলে রেজ্জাকুল, মানসন্মানের ব্যাপার, আল্লাহর হুকুমে যা হওয়ার হইছে, চাইপ্পা যাও'।
- জ্বী আব্বা আমিও তা ভাবতাছি, আমার একটা ক্যারিয়ার আছে, এইকথা ক্যাম্পাসে লোকজন জাইন্না গেলে চলাফেরা করুম ক্যামনে? বলে খ্যেদোক্তি করে রেজ্জাকুল।
পাশের খাটে অসুস্থ মেয়ের মাথায় হাত বুল্লাচ্ছেন মছিরন। গাল নাক বেয়ে দু একফোঁটা অশ্রুও মাঝে মাঝে গড়িয়ে পড়ছে অর্ধ ঘুমন্ত অসুস্থ মেয়ের মুখের উপর। মেয়ের ঐ অবচেতন অবস্থাতেই অন্যরকম এক জ্বালায় চোখ জ্বলে উঠল, সেই জ্বালায় আগুন হয়ে ঝরে পড়ল কয়েকফোটা উত্তপ্ত লাভা।

মছিরন তার জন্মদাতা পিতার দিকে তাকালেন, তাকালেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পতিদেবতার দিকে। তারপর ধর্ষিতা মেয়ের দিকে একটু তাকিয়েই জানালায় দূরের আকাশে দেখলেন উড়ে যাচ্ছ একজোড়া বালিহাঁস, তার পিছনে আরও দুটি ছোট ছোট। কষ্টে বুক ভেসে যাচ্ছে মছিরনের। তিনি দেখলেন গানের শিক্ষক দ্বারা নয় তার আপন পিতা ও স্বামীর ঠুনকো আত্মসন্মানবোধ দ্বারাই বারংবার ধর্ষিতা হচ্ছে তার মেয়ে মালেকা।

৩রা মার্চ ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.