নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা- অণুকাব্যঃ

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

১।

নিরাকার

বরাবরের মত
দাঁড়িয়ে থাক মাঝ পথে,
ঘরের এপাশ-ওপাশ এক বায়বীয় বিষাদ;
তুমি সেই শূন্যতায়
বায়ু হয়ে আছ নিরাকার।

২।

প্রেম

আজ হোক প্রণয়ের আয়োজন
আমাদের নিঃশ্বাস বিশ্বাস-বিহীন,
স্মৃতির কার্নিস থেকে তুলে আন রোদেলা রঙ
আকাশের মেঘ হোক রঙতুলি;
বুকের জমিনে রক্তাভ নীলসিটে দাগ,
তাকে ক্যানভাস ভেবে
শুরু হোক নিষিদ্ধ প্রেম।

৩।

মরীচিকা

পাওয়া কিংবা না পাওয়া
হিসেবের খাতায় কেবলি কিছু সংখ্যা,
সময়ের চাকায় যখন ধূসর ধূলি
সবকিছু মরীচিকাময়।

১১ই এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: প্রথমটি ভাল। দর্শন আছে।

মরিচিকা ............ বানানটি ঠিক করে দিন।

শুভকামনা রইল।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ দাদা! বানান ঠিক করা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

সানজিদা আয়েশা শিফা বলেছেন: প্রথম কবিতাটা সুন্দর , ভাল লেগেছে ।

আপনার জন্য অনেক শুভকামনা রইল ।
আমাদের জন্য আরও সুন্দর সুন্দর কবিতা লিখবেন :)

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ সানজিদা। আপনাদের অনুপ্রেরণা আমার কাঙ্ক্ষিত। কবিতা ভাল লাগার জন্য আবারও ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল ।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন সবসময়।

৪| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

কানিজ ফাতেমা বলেছেন: ১ম টি চমৎকার !
শুভ কামনা রইল ।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ফাতিমা। অনন্ত শুভকামনা আপনার জন্যও।

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ হৃদয়। কৃতজ্ঞতার আবেশ দিয়ে গেলেন। ভাল থাকুন নিরন্তর।

৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর অনুকাব্য ভালো লাগলো

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫

মোহাম্মদ বাসার বলেছেন: আবারও কৃতজ্ঞতা ধ্রুবক ভাই, সাথে থাকুন, ভাল থাকুন এই প্রত্যাশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.