নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর ও নারী

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪



তুমি হেঁটে যাও নাসিকা বরাবর
উত্তর থেকে দক্ষিণের পথ ধরে,
তোমার পথ আগলে দাঁড়িয়ে থাকেন
নিরাকার ঈশ্বর।
তুমি তার এপাশ ফুঁড়ে ওপাশ দিয়ে বেড়িয়ে যাও;
ঈশ্বরের অজানাই রয়ে গেল
চলতি পথে তার সাথে তোমার সঙ্গম হয়ে গেল।

ঈশ্বরের অভিশাপে তোমার মধ্যে জন্মেছে মানবিকতা
ভালবেসেছ মানুষ, পশু-পাখি, কীট আরও কতকি!
যারা ঈশ্বরের পছন্দের তারা শুধু ঈশ্বরকেই ভালবাসেন,
ঈশ্বর তোমার বালৎকার পছন্দ করেননি।
ঈশ্বর সঙ্গমের জন্য রেখেছেন নারী,
ভালবাসার জন্য রেখেছেন প্রেমিকা;
কিন্তু কি আশ্চর্য্য ঈশ্বরের পছন্দের মানুষেরা বালৎকারেই অভ্যস্ত।
তুমিও বালৎকার করেছ তবুও তোমাকে অপছন্দ হল ঈশ্বরের
কেননা তুমি তাকে ভাল না বেসে জীবকে ভালবেসেছ;
একমাত্র ঈশ্বর ছাড়া তুমি কাউকেই বালৎকার করনি।
তোমার কাছে নারী ঈশ্বরের মত পূজনীয়
ঈশ্বর নারীকে অপছন্দ করেন,
কারণ নারী মানুষের অস্তিত্ব রক্ষার চলমান প্রক্রিয়ায়
ঈশ্বরের মতই ক্ষমতাবান।
আর একজন ঈশ্বর পুংলিঙ্গের বলেই
নারীর প্রতি বীতশ্রদ্ধ ও ক্ষমাহীন।

১২ই এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

বিজন রয় বলেছেন: এমন কবিতা নিয়ে কথা বলার জন্য অবশ্যই সময় দরকার।

আপাতত প্লাস দিয়ে গেলাম।
ঈশ্বরকে ধরতে যাবো না।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ, কথা বলার জন্য না হয় অনেক ব্যাস্ততা থেকে একটু সময় করে নিলেনই। অনেক ভাল লাগায় আচ্ছন্ন করলেন। ভাল থাকবেন দাদা।

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৩

blogermassud বলেছেন: ভালো কাব্য।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

অতঃপর হৃদয় বলেছেন: নারীকে ঈশ্বরের সাথে তুলনা করা কি ঠিক হলো??

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

মোহাম্মদ বাসার বলেছেন: কিছু কিছু কথা রূপকার্থে ব্যবহার করা হয়েছে, মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: নারীর মন ঈশ্বরও নাকি বুঝতে পারে না! সেই করনে কি নারীর প্রতি ঈশ্বরের এত ক্ষোভ!!

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪

মোহাম্মদ বাসার বলেছেন: নারীর প্রতি ঈশ্বরের ক্ষোভ সেই ধর্ম আবিস্কারের পঅর থেকেই, কারণ কোন ধর্মগুরুই নারী ছিলেন না।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৩

নতুন নকিব বলেছেন:



ভন্ড দেওয়ানবাগী পীর এবং এই মহান(!) কবিবরের ভেতরে অদ্ভূত সাযুজ্য বর্তমান। দু'জনই সৃষ্টিকর্তাকে নিয়ে সীমাহীন তামাশায় লিপ্ত।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২

মোহাম্মদ বাসার বলেছেন: নতুন নকিম এই ছাগুটাকে উপর্যুপরী বলার পরেও আমার পোস্টে কমেন্ট করা থেকে বিরত রাখতে পারছিনা। এই বলদটাকে কি করে দূরে সরিয়ে রাখা যায় তা কি সামু কর্তৃপক্ষ অনুগ্রহ পূর্বক আমাকে বলবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.