![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আবারও প্রিয় কবিতা থেকে পোস্ট, অনেক শুভেচ্ছা কাব্য প্রেমী বন্ধুরা।
বিরাণ দুপুর
বিরাণ দুপুরে মেয়ে ঘর ছেড়ে ছিল
গিয়েছিল নদীর ঘাটে,
এত এত জল নদীর কানায়
আঁচল ভিজিয়ে মেয়ে ভিজে ছিল খুব
হাতের অঞ্জলি ভরে করেছিল পান
উজানে ভাসানো জল।
গাঙচিল তার কেশ ছুঁয়ে গেছে
ডাহুক করেছে লুকোচুরি,
আনমনা মন ভেসে গেছে দূরে
ভাটির নৌকা ধরি।
বিরাণ দুপুরে মেয়ে ঘর ছেড়ে ছিল
গিয়েছিল নদীর ঘাটে,
ভাটির নৌকায় চলে যাওয়া মাঝি
বৈঠার আঁচড়ে জলের ক্যানভাসে
কি ছবি এঁকেছিল তার?
দূরের আকাশে ভেসে থাকা মেঘ
ডেকেছিল বারংবার,
ও মেঘের খেলায় ছিল কোন ডাক
বোঝেনিকো মেয়ে কভু,
ভোলাভালা মেয়ে সেই থেকে উদাস
বিরাণ দুপুর এলে।
১৫ ই এপ্রিল ২০১৬
যুক্তরাজ্য।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০
বিজন রয় বলেছেন: সুখপাঠ্য ও হৃদয়গ্রাহী!!
আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা।