![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এক বয়োবৃদ্ধ কবিকে বললাম
'হে কবি আপনি এখনো যুবক!
আপনার কবিতা উদ্ধত শিশ্নের মত এখনো টগবগে,
আপনার কবিতাই পারে একজন নারীকে স্বমেহন ভুলিয়ে
প্রথাসিদ্ধভাবে একজন পুরুষের প্রতি সমর্পিত করতে,
বিশেষ করে একজন অতশিপর বৃদ্ধ কবির প্রতিও'।
কবি আবেশে চোখ বুজলেন,
তার শিশ্নদারে তালপাখার মত শীতল গড়ের মাঠের হাওয়া বুলিয়ে দিলেন
সেই পৌরাণিক আফ্রিদিতি থেকে শুরু করে এযুগের জুলিয়া রবার্টস।
দেয়াল ঘড়ির চারটা বাজার টুংটাং শব্দ হতেই কবি চোখ খুললেন,
চাপা দীর্ঘশ্বাসটা বেড়িয়ে যেতেই কবি অসফূটে বললেন
'বুঝলে আজকাল ঘুমটা আর আগের মত সরেস হয়না।'
কবি পাশের বেডটেবিল থেকে ভারী চশমাটা পড়ে একটু মুচকি হাসলেন
আর দেখলেন আমার হাতে তালপাখাটা তখনো দুলছে।
২০শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১
মোহাম্মদ বাসার বলেছেন: ধ্রুবক ভাই ধন্যবাদ, দেরী হল রেসপন্স করতে, দুঃখিত।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা