![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এই স্নিগ্ধ রাতের দোহাই
দোহাই জারুল তরু, বটবৃক্ষের,
দোহাই তাকে বুকে ধরে রাখা এই ধরণী ও মৃত্তিকার;
আমাকে এই মোহন রাত্রির শোভন অতিথি হতে দিও না।
আমি ঘুম চাই ঘুম,
আরাধ্য ও প্রত্যাশিত এক মায়াবতী রমণীর প্রশস্ত সুফলা বুকে
জোনাকির আলো ও নক্ষত্র সাক্ষী রেখে এক অনন্তের ঘুম।।
এই সুকোমল রোদ, শিশিরের জল ও বহতা নদীর দোহাই;
দোহাই যত ফুটে থাকা ফুল, ভালবেসে করে যাওয়া ভুল
ও অনাগত প্রেমিক- প্রেমিকার বিশুদ্ধ প্রেমের;
আমাকে একা রেখ না।
আমি ক্লান্তির অবসাদে এই আলোতেও আঁধার,
হয়ে আছি কুহেলিকা এই ফুলে ফুলে মাতোয়ারা তুমুল ফাগুনেও;
আমাকে কাছে টেনে নাও,
কোথাও কি নেই কোন মায়াবতী?
আমি প্রতিজ্ঞা করছি এই তাবৎ পৃথিবীর সকল সুন্দরের,
প্রতিজ্ঞা করছি আজ ভূমিষ্ঠ হওয়া সব নবজাতকের,
ভালবাসা পেলে আবার শিশু হয়ে নির্ভুল জীবন বেছে নেব।
এই বিজন দুপুর, বিকেলের মিইয়ে যাওয়া রোদ ও সন্ধ্যার দোহাই,
দোহাই এই সবুজ বনানী, মেঠোপথ ও পাহাড়ি নদীর;
অনন্ত তৃষ্ণার এই বুকে একটু জল দিও মেয়ে
তোমার ঠোঁটের একটু উষ্ণ আদ্রতাও যদি আমি পাই
আমি আবার কবি হব, লিখে যাব মহাবিশ্বের এই মহাশূন্যাতার
সব ঝলমলে আলোর বিন্যাসে
শুধু তোমাকেই, শুধু তোমাকেই ভালবাসার
এক নিপুণ কবিতা।
২১শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ অবনি। ভাল থাকুন।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো, কবিতায় প্লাস++++++
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসায় মুগ্ধতা রেখে গেলেন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫২
অবনি মণি বলেছেন: শুধু তোমাকেই, শুধু তোমাকেই ভালবাসার
এক নিপুণ কবিতা।