![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
প্রেমের অণুকাব্য
১।
যুদ্ধে যাব
এই দূর্যোগ ঝড়ে পড়ে আছি নিরুত্তাপ;
সন্মুখে হয়ত প্রমত্ত নদী,
শত্রুর কাল রাত;
আরও দূরে হয়ত আছে
হেমন্তের সোনাঝরা ধান।
তোমাকে দেখে সাধ হয় বড়
আবার যুদ্ধে যাবার।
২।
প্রেমিক-১
এমন করে জাগেনি হৃদয় বহুকাল!
আজ কেন যেন মনে হয়
অকারণ আমি হয়ে গেছি কিশোর প্রেমিক,
যদি হাত ধর কথা দেব নির্ঘাত
তোমার জন্য সাগর সাতরাব আমরণ।
৩।
প্রেমিক-২
তোমাকে দেখলাম শত সহস্র 'প্রিক্সেল ডটে'
এত লাবণ্যের সিকিটুকুও যদি থাকে
অনায়াসে তুমি ছুঁতে পার নক্ষত্র-আকাশ।
যদি ভালবাস
প্রতিজ্ঞায় বদ্ধ হতে পারি বারংবার,
শতবার ভূমিষ্ঠ হব আমি
শর্ত একটাই
জন্মান্তরেও আমিই তোমার একমাত্র প্রেমিক।
২৬শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ বাসার বলেছেন: কথা ঠিক। ভাল থাকুন , কবিতার সাথেই থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪
নতুন বিচারক বলেছেন: ভালো লাগল কবিতা।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো লাগল।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
মোহাম্মদ বাসার বলেছেন: আপনাদের ভাললাগা আমার অনুপ্রেরণা। ভালথাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২
মোস্তফা সোহেল বলেছেন: সব প্রেমিকই চাই সে তার প্রেমিকার একমাত্র প্রেমিক হোক।