| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ভীষণ নড়বড়ে,
অস্তিত্বের অস্থিমজ্জায় ঘুণপোকা বিশ্বাস;
দাঁড়াতে যেয়েই মস্তিষ্ক নুইয়ে দেখে বুকের পাঁজর 
ভেঙ্গেচুরে একাকার, 
যেন শরত প্লাবন শেষে ভাসা খড়কুটো। 
ওখানে সোনালী ফসল, কাশফুল বন;
মৃতের শরীর শুঁকে মিতালী আকাশ
রেখে গেছে স্মৃতি চিন্হ বুকের পাঁজরে,  
বন্য শেয়াল যখন ফিরে যায় ঘরে
মুখে তার নিয়ে যায় রক্তের দাগ। 
ওখানে কেউ নেই, 
হয়ত কোনকালে ধূসর খড়ের মাঝে ছিল তার হাত,
কিংবা ছিল পায়ের গোড়ালি অথবা মাথার খুলি; 
নিঝুম দ্বীপের মাঝে কাশফুল ছুঁয়ে
আকাশের ক্ষত মাপে হাতের নখর। 
ওখানে কেউ নেই
যে আছে সে এক বিষণ্ণ পলি মাটি ধূধূ বালুচর। 
২৯শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
 
২৯ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৪:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: হুম, আমি যে নেই তাতো নিশ্চিত।
২| 
২৯ শে এপ্রিল, ২০১৭  দুপুর ২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো কবিতা। ভালো লাগলো।
শুভকামনা রইল কবি ভাই।
 
২৯ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৪:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই। কবিতা ভাল লেগে আপনার প্রতিক্রিয়ায় মুগ্ধ। ভাল থাকুন।
৩| 
২৯ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৩:৫২
নীলকণ্ঠ পদাতিক বলেছেন: 
অস্তিত্বের অস্থিমজ্জায় ঘুণপোকা বিশ্বাস;
দাঁড়াতে যেয়েই মস্তিষ্ক নুইয়ে দেখে বুকের পাঁজর 
ভেঙ্গেচুরে একাকার..
ভালো লেগেছে। ![]()
 
২৯ শে এপ্রিল, ২০১৭  বিকাল ৪:৩৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই, পদব্রজে চলে আসুন এই শীতের দেশে, এক কাপ কফি হয়ে যাক। ভাল থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
৪| 
৩০ শে এপ্রিল, ২০১৭  সকাল ৯:৫৩
নীলকণ্ঠ পদাতিক বলেছেন: পদব্রজে আসতে বলে কেন ভাই ভয় লাগাচ্ছেন! কফি যখন সেধেছেন, নিশ্চয়ই আসবো একদিন।
সময়-সুযোগ হলে আপনিও আসবেন অবশ্যই। বারোমাসী ডাব, আর মৌসুমি ফল- গাছ থেকে পেড়ে খাওয়াবো। ![]()
 
০১ লা মে, ২০১৭  ভোর ৫:০৫
মোহাম্মদ বাসার বলেছেন: কবিরা মানুষের জন্য তেমন কিছু করতে পারেনা, উদ্দীপনা ছাড়া। অবশ্য প্রত্যেক ভাল কাজের পেছনেই উদ্দীপনাই বড় ফ্যাক্টর। কবির জন্য, কবিতার জন্য আপনার ভালবাসায় আপ্লুত হলাম, ভাল থাকবেন, অনেক শুভেচ্ছা।
৫| 
০১ লা মে, ২০১৭  রাত ১:৩০
ওয়াহিদ সাইম বলেছেন: খুবই ভালো লেগেছে।
 
০১ লা মে, ২০১৭  ভোর ৫:০৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ সাইম ভাই, ভাল থাকুন, অনেক ভালবাসা ও শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৭  দুপুর ১:৪৯
হাতুড়ে লেখক বলেছেন: ওখানে কেউ নেই। নেই সত্যিই।