![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
কতকি ইচ্ছে জাগে আকাশ ছুঁই
এটা সেটা যোগাড়যন্ত্র করেই যখন হাত বাড়াই
মনে হয় ওখানে কিছু নেই
ফিরে আসে শূন্যতার তাপে পুড়ে যাওয়া হাত
মনের চৌহদ্দিতে তখন কেবলি চৈত্রমাস।
২।
অকারণ দিয়েছো বিষাদ
পুড়ে যাই নিস্ফলা তাপে,
যদি ভালবাসা দাও
তুমুল বৃষ্টিতে ভিজে যাই মনে হবে
শিশিরের এক ফোটা আঁচে।
৩।
জীবন মানে কখনোই সামগ্রিক পূর্ণতা নয়
নয় পূরাটাই অপ্রাপ্তি,
যার ঘরে পিদিম জ্বলেনি কখনোই
প্রাপ্তির দীনতা তাকেও ছোঁয়না পুরোটা;
এক রাতে যখন কেবলি আঁধারের রঙে
তার পানীয়ের রঙ
জ্যোৎস্না তার চোখে স্বপ্নের রঙ আঁকে।
৩০শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
জল্লু ঘোড়া বলেছেন: যদিও কবিতা আমার তেমন পছন্দ না, তবু আপনার পরমাণু কাব্য তিনটা পড়লাম।
গদ্য সাহিত্য আমার চেয়ে কেউ (সমবয়সি বা দুই চার বছরের সিনিয়র) ভালো বুঝতে পারে না। তবে কবিতায় আমি একেবারেই কাঁচা। পাঠ্যবইয়ের কবিতা ছাড়া কখনো কবিতা পড়িনি।
আপনার বক্তব্যের ভাষা ভাসা ভাসা বুঝলাম। জীবন নিয়ে কিছু একটা হবে হয়তো।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার অনুকাব্য অনেক ভালো লেগেছে।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
শরদিন্দু রূপক বলেছেন:
জীবন মানে কখনোই সামগ্রিক পূর্ণতা নয়
নয় পূরাটাই অপ্রাপ্তি,
যার ঘরে পিদিম জ্বলেনি কখনোই
প্রাপ্তির দীনতা তাকেও ছোঁয়না পুরোটা;
৫| ০১ লা মে, ২০১৭ রাত ১:২২
ওয়াহিদ সাইম বলেছেন: ভালো লেগেছে।
৬| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:৫৭
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
তারেক ফাহিম বলেছেন: জীবন মানে কখনোই সামগ্রিক পূর্ণতা নয়
নয় পূরাটাই অপ্রাপ্তি, খুব ভাল লাগল,