নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

মান্নানের প্রতীক্ষা

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:১৭




মান্নানের প্রতীক্ষা

মালতি দেখ
শকুনগুলোও ভাগারে লাশ খাচ্ছে সমবেত,
কিন্তু মানুষগুলো যখন খায়
তখন একে অন্যের কাছে বেমালুম চেপে যায় সব।
এই যে মেম্বার মতি মিয়াঁ
যে রক্ত খেয়ে খেয়ে বড় হয়েছে
চৌকিদার মান্নানসহ প্রথম রাত্রের পরে
যতবারই তোমাকে খেয়েছে
ততবারই শুধু তোমরা দু'জনে সাক্ষী মেনেছ
ঐ দূরের নক্ষত্র।

মান্নানের আক্ষেপ কি তুমি দেখ মালতি?
খসে যাওয়া তারার আলোতে দেখ
আরেকজন মতি মিয়াঁর জন্য তার কি অনন্তের প্রতীক্ষা;
আরেকজন মতি মিয়াঁ এলে সে আরেকটি বারের জন্য হলেও
আবার তোমাকে পাবে।
কারণ একজন মতি মিয়াঁর সাথে
তুমি শুধু একবারই তাকে চেন।

২রা মে ২০০১৭
যুক্তরাজ্য ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১৫

হাতুড়ে লেখক বলেছেন: আপনের নামে মামলা দিমু। B-)

০২ রা মে, ২০১৭ রাত ৯:৩১

মোহাম্মদ বাসার বলেছেন: ক্যান? আফনে মান্নান, মতি মিয়াঁ না মালতি কার লোক ভাইছাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.