![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ঘরের মধ্যে ঘর
কেউ বলেনি সে কথা
কতটুকু দহনে পোড়ায় অন্তর,
ভেঙে যায় রাত্রীর দেয়াল;
আঁধারের সাথে সখ্যতা গড়ে
বুনো পোকার গান মৌনতা ভাঙে দীঘল রাতে
বিষাদ নূপুরে।
কেউ দেখেনা চেয়ে
কতটুকু কান্নার দুপুর প্রমত্ত নদী ধরেছে বুকে,
ঢেউ এসে তীর ছুঁয়ে গেলে
কিশোরী বঁধুর ভেজানো শাড়ি চ্যাঁদের জমিনে আল্পনা আঁকে ;
গোপন প্রেম তখন ছুঁয়ে যায় বহতা নদীর অধরে অধর রেখে।
কেউ বোঝেনা এ হৃদয়,
কবির ক্ষত একবার বুকে নিলে শত ক্ষতেও পূর্ণতা পায়
স্বাপ্নিক পদ্যে বিভোর বেহুলা নারী,
মৃত্যু তখন ফিরে যায় জীবনের গন্ধ শুঁকে;
নারীর অজান্তেই
ঘরের মধ্যে সৃষ্টি হয় আরেকটি ঘর,
সে ঘরের পুরোটাই জুড়ে থাকে
চেনা চেনা অবয়বের কবি কিংবা তার অদৃশ্য বিষাদ।
৩রা মে ২০১৭
যুক্তরাজ্য।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৬
মোহাম্মদ বাসার বলেছেন: হয়ত যেত। অনেক সময় কবিতার যে শব্দমালা যা স্বতঃস্ফূর্তভাবে আসে তা কিছুটা অন্যরকম কিন্তু প্রত্যাশার কাছাকাছি হলে আমি তা আর চেঞ্জ করিনা। যা হোক আপনার পরামর্শ মনে থাকবে। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৪৮
নাগরিক কবি বলেছেন: সুন্দর
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:৪৩
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৮
মোহাম্মদ বাসার বলেছেন: আবারও ধন্যবাদ ধ্রুবক ভাই। ভাল থাকুন।
৪| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:০৬
ওয়াহিদ সাইম বলেছেন: উপভোগ্য । দারুণ লেখা।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:১৭
বিজন রয় বলেছেন: নারীর অজান্তেই .......... নারীকে বললেন কেন?
কিশোরী বধুঁর না বলে শুধু কিশোরী বা বধুঁ বলা যেতে পারত।
কবিতাটি অনেক ভাল হয়েছে।
কিছু টাইপো আছে।
শুভকামনা রইল।