নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্যঃ

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬



১।

যতটুকু চাই
কতটুকু পাই?
গরমিল ষোলো-আনা,
হিসেবের খাতায় হোক শত ভুল
থাক তা অজানা।


২।

চলে যাও দূরে
কাছে আস ফের
মানেহীন আসা-যাওয়া,
আস যদি ফের যাবেনা ফিরে
কথা দাও প্রিয়তমা।


৩।

অকারণ মন খোঁজে সারাক্ষণ
ভুলে থাকা পথের স্মৃতি,
ভুলে থাকা দায় ঐ দু'টো চোখ
কিংবা ভ্রমাত্মক বোধে যতসব বিস্মৃতি।


৬ই মে ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাগরিক কবি বলেছেন: সুন্দর হয়েছে। আগেও আপনার অনুকাব্য পড়েছি। খুব ভাল :)

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি ভাই। অনেক ভালবাসা জানবেন।

২| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

পোস্ট ২ বার এসেছে। একটি মুছে দিন।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ বাসার বলেছেন: ওটা থাক সুমন দা, একজন অলরেডি কমেন্ট করে ফেলেছেন, ব্লোগে লেখালেখির কারণে প্রিয় মানুষ ও বটে। না হয় থাক কিছু ভুল হয় যদি ভাল, মনোহর স্মৃতি কিংবা অনুতাপহীন অনুভূতি।

৩| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ বাসার বলেছেন: দুঃখিত, ডাবল পোস্ট হয়ে গেছে, যারা অলরেডি পড়েছেন বা মন্তব্য করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই এই অতিরিক্ত পোস্টটা ডিলিট করা হল না, ধন্যবাদ।

৪| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.