![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এতটা নীরবতা ভাল নয় মহুয়া মেয়ে,
এই তপ্ত দুপুর নির্জনতার কতটুকু প্রতিপক্ষ তুমি বুঝবেনা!
ঐ শোভন সুশীতল ছায়ায়।
পারতো এস এই খোলা মাঠে, বৃক্ষের পাতার ফাঁকে দেখ রোঁদেদের খেলা,
যদি এই রোদেলা আঁচে শরীরের তপ্ততায় খোঁজ দুপুরের মৌনতার রঙ
বুঝে নিতে পারবে হয়ত ফুজিয়ামা বুকে ধরে কতটুকু আত্মপীড়ন।
দূর থেকে দূরে, দূরবর্তী দ্বীপে জ্বলে থাকা আলোর মত
কবির কবিতায় যুবতী যখন হয়ে ওঠে কেবলি 'প্রেমের-কথন',
কিংবা নিমগ্ন শিল্পী তুলির আঁচড়ে আঁকে নিখাদ রমণী
তাকে তুমি প্রেম বলনা।
ফসল ফলেছে কে কবে কাস্তে হাতে নেয়নি যে কখনো,
নারীর সাথে বিবস্র সঙ্গমহীন জনক হয়েছে কোন পুরুষ কোন সে কালে?
এই দুপুর এই নির্জনতা ভাষা হয়ে উঠুক, হোক প্রেয়সীর অধর,
কালের সাক্ষী হয়ে থাক অনাগত মানুষেরা;
না দেখুক এই ব্যস্ত জনপদ
কতটুকু প্রেমে, কামে ও উষ্ণতায়
প্রবাহমান জীবনের এই অমোঘ পরিক্রমা।
১০ই মে ২০১৭
যুক্তরাজ্য
©somewhere in net ltd.