| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মাধবী শুধু একবার বল-'হ্যাঁ'
মাধবী, 
মাটির কলস ভেঙেছে, ভাঙুক
তাতে কি!
অনেক চেষ্টায় ভাঙা হৃদয়খানি 
অক্ষতের রঙিন মোড়কে রেখেছি ঢেকে, 
তুমি 'না' বললেই আমার ত্বকের অভ্যন্তরস্থ 
পঙ্কিল অস্থি-মজ্জা দৃশ্যমান হবে, 
এতদিন যা পারনি তাই কর
আমাকে চিরহরিৎ অরণ্য দেখাও; 
যেখানে যতদূর চোখ যায় 
সেখানে সেই বিন্যস্ত সবুজে আমিই তোমার একমাত্র পুরুষ 
আর তুমিই একমাত্র রমণী।
মাধবী, 
বেলা বেলা করে যারা অবেলার কথা বলেছে বার বার
তাদের অবেলার তুচ্ছ কথোপকথন শুধুই চাতুরী; 
মিথ্যে শিকলে নির্মোহ ঘরের ঘোরে আশাহীন আবাস। 
একেকটি দিন তুমিহীন,
একেকটি রাত তোমার নিঃশ্বাসের শব্দ বিহীন, 
একাএকা রাতের নিঃশব্দতার নিকুচি--- 
এভাবে বেঁচে থাকা যায়?
কতদিন?
মাধবী?
মাধবী,
যারা এখনো অবেলার কথা বলে, বলুক!
তুমি শুধু বল-'এখনো বিকেল হয়নি, 
এখনো সকাল শেষে দুপুর গড়ায়নি';
দেখ আমি ঠিকই মধ্য গগণের গণগণে সূর্যকে
পুবাকাশের কি রকম সোনাঝরা মেঠো রোদ্দুর করে দেই! 
মাধবী, ও মাধবী একবার শুধু বল- 'হ্যাঁ'
হোক অসময় তাতে কিইবা এসে যায়!
আমাদের হৃদয়তো অবেলা সময়ের কাছে ক্রীতদাস বনে যায়নি।
১২/০২/২০১৬
কবিতাটি বছর খানেকের চেয়েও বেশ আগে লেখা। আপনাদের সাথে শেয়ার করা হল।
ধন্যবাদ।
২| 
১১ ই মে, ২০১৭  রাত ১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো মধবির সাথে কথোপকথন। কবিতায় +++++
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৭  রাত ১২:০২
কানিজ রিনা বলেছেন: মাধবী একবিতা পড়ে কি পাগলের মত
ছুটবে হয়ত অন্তরে নয়ত নয়।
মাধবীর প্রেমের সাক্ষী সব মড়েগেছে বা
দেওয়াল ওয়াল ভাঙার অক্ষমতা প্রকাশ
করবে। হে প্রেম মৃত্যুটা শেষেও কি কেউ
কাউকে দেখতে পাবে হয়ত না। কারন
মাধবীর প্রেমের সাক্ষীরা মরেগেছে যারা
আছে মাধবী তাদের সামনে যেতে লজ্জা
পাবে। নির্মম সত্যটা মাধবী মেনে নেবে।
মাধবীর গলায় কাগজের মালা যে মালা
মাধবীর প্রেমীক পড়িয়ে দিয়েছিল। সে
মালাতো লজ্জার মালা।
আপনার লেখায় নিজের সত্য অনুভুতি
লিখতে পারলাম। খুব ভাল লাগল লেখাটা
ভিষন লাগল। শুভ কামনা।