![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
জোসেফাইন ও ঈশ্বর
নিজের বুকে নিজেই আঁকি
দ্রোহে দ্রোহে আঁধারের ক্ষত,
এই বিপন্ন রাতে মৃত্যু ভুলে যায় পথ-পরিক্রমণ;
ভুলে-বিভ্রমে নাকি সচেতন বেখালে
মৃত্যুর দূত আমাকে কুর্নিশ করে দাঁড়ায় দরজার আড়ালে।
একটু দূরে দুই শিশি চিলিয়ান দ্রাক্ষ রসে
ঈশ্বর স্নানের আয়োজন করে আমাদের উঠোনে।
দূরের টেবিলে ইয়েটস বসে থাকে অপেক্ষায়,
আমাকে সে পাতা ঝরা দিনেও
বৃক্ষ ও তুষারের প্রেমের কবিতার কথা বলে;
আমি তাকে তুলনামূলক আলোচনায়
তুষারের সাথে রমনীর সাদৃশ্যের কথা বলি।
ঈশ্বর তখন পূরাটাই স্নাত,
চেয়ারে ঝুলানো তোয়ালেটায়
গা মুছতে মুছতে ঈশ্বর বললেন 'এবার তাহলে আসি'।
আমার ঘরের কলিংবেলের শব্দ,
দরজা খুলতেই দেখি
জোসেফাইন কপালে ঘামের প্রলেপ নিয়ে দাঁড়ানো,
দেরীর কারণ জিজ্ঞেস করতেই সে বলল
কিছুক্ষণ আগেও সে ঈশ্বরের শয্যা সঙ্গিনী ছিল।
আমি এইমাত্র চলে যাওয়া ঈশ্বরের গমন পথের দিকে
আর আরেকবার জোসেফাইনের দিকে তাকাই,
জোসেফাইনের চোখের ভিতর এইমাত্র চলে যাওয়া ঈশ্বর
কেমন নির্লিপ্ত আমার দিকে তাকিয়েই থাকে।
১৩ই মে ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.