নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্যঃ

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

অনেকটা আগেই লেখা হয়েছিল অণুকাব্য দু'টো, সেই ২০১৫। আশা করি আপনাদের ভাল লাগবে।



(এক)

বসে আছি
নির্বিকার বসে আছি
অনুভূতিহীন;
অনুভূতি থাকা মানেই নিজের মধ্যে বোধ
বোধের সঞ্চারণ মন ও মননে
বেচে থাকার প্রয়াস প্রতিদিন প্রতিক্ষণ,
অনুভূতি মানেই দশটা পাঁচটা অফিস
হুজুর সমিপে নতমস্তকে হস্তরেখা বিসর্জন।

(দুই)

নিজের সাথে যুদ্ধ করেছি অনেক
তাই ভাবছি আর করব না,
চলে যাওয়া ও আসার প্রয়োজন ছিল যতটুকু
তারচেয়ে বেশী ছিল মানবিক বোধ
অতঃপর বুঝিয়াছি
নারীর শ্লীলতা থেকে শুরু করে নদীর নাব্যতা
অরক্ষিত হলেও ক্ষতি নেই কিছু
প্রয়োজনের আপেক্ষিক গুরুত্বই বলে দেয়
প্রবাহমান সময়ে কোনটা কতটুকু শুদ্ধ কিংবা ভুল।

১৫ই মে ২০১৫

নিউক্যাসল, যুক্তরাজ্য ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

হোসাইন রাব্বি বলেছেন: ভালো লাগলো ভাই।

১৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের ভাললাগা আমার কাছে সীমাহীন অনুপ্রেরণা। ভাল থাকবেন, নিরন্তর শুভেচ্ছা।

২| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শূন্যনীড় বলেছেন: ভালো লাগা রইল

১৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন।

৩| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

১৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। ভাললাগায় ভালবাসা জানবেন। শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.