নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা কি কবিতার মতই হতে হবে?

১৬ ই মে, ২০১৭ সকাল ৭:৩১

আসছ তুমি যাচ্ছি আমি
খাচ্ছি কলা দই,
উঠছো তুমি মগডালেতে
মই খানা আজ কই?

তোমার বাবা বারেক মিয়াঁ
পারতো হতে শ্বশুর,
পাবদা আমার বড্ড প্রিয়
ডাল ভাল যে মশুর।

কিংবা

আজ ঈশানে করেছে দেয়ার খেলা
থৈ থৈ নদী স্রোতে ভরপুর
তুমি আমি অবিনাশী প্রেমে
একালের লাইলী-মজনু
ভালবাসি তোমাকে আমি
আর এই নিরালা দুপুর।


সামহোয়্যারইন ব্লোগে কবিতার মান এমন ক্যা?
পুরাই লুল।

কবিতায় একটা মেসেজ থাকে, কিংবা থাকা উচিৎ। নেরেটিভ কোন কিছুর মনমুগ্ধকর বর্ননা আর যাইহোক শ্রুতিমধুর হলেও তা কবিতা কিনা ভাব্বার বিষয়। এরকম হলে আমরা গদ্য বা গল্প ভালবাসলেই পারি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৭ সকাল ৯:১৬

আলপনা তালুকদার বলেছেন: জ্বি জনাব, ঠিক বলিয়াছেন। এখানে আমার লেখা কবিতাকেও (!!!) লোকে ভাল বলে!! আফসোস!!
আর এখানকার অনেক কবির বা লেখকের বানান ভুলের অসাধারণ ক্ষমতা বা প্রতিভা দেখে মুগ্ধ না হয়ে পারিনা! মাঝে মাঝে মনে হয়, ব্লগে শুধু বানান ঠিক করার জন্যই একজন মডারেটর দরকার।

১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৫৬

মোহাম্মদ বাসার বলেছেন: আপনি বানান নিয়া খুবই যে পীড়া দায়ক সময় কাটান বোঝা যাচ্ছে। লিখতে জানলে বানান ভুল হয়, উ কারের জায়গায় ঊ কার হয়, কিন্ত যে লিখতে জানে না তারতো সে সমস্যাও নেই। অনেক বিখ্যাত ব্যাক্তিবর্গই পড়াশোনা জানতেন না, অন্ধ কবি বা গীতিকারও আছেন অনেক যাদের লেকার ক্ষমতা নেই। রাসুলুল্লাহ নিজেও লিখতে জানতেন না। আর বানান ভুল হলে কি এমন সমস্যা? আমি কবি শামীম আযাদ, কলামিস্ট আসিফ নজরুল এদের লেখায় প্রচুর বানান ভুল দেখেছি, বানান ভুল শোধরানোর জন্য প্রুফ রিডারতো রয়েছেন। আরেকটা কথা আমার আজকের রাজনীতি বিষয়ক যে পোস্ট তার নীচেই আছে টোকন ঠাকুরের কবিতা। এই ভদ্রলোক সম্বন্ধে আমি অল্প বিস্তর জানি। ইনি স্বনামধন্য কবি ও কলামিস্ট। এই চার পাঁচ ঘন্টায় তার লেখা পড়া হয়েছে মাত্র ৯ বার। আমি নিশ্চিত আপনি লিখলে এতক্ষণ ৯০ বার পড়া হত। ব্লোগ আর ফেবু দিইয়ে কি লেখক মাপা যায়?

২| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২

আলপনা তালুকদার বলেছেন: তাহলে লোকে এসব জায়গায় লেখে কেন? এগুলো তুলে দেয়া ভাল না? আমার লেখার মান ভাল না, তবু লোকে পড়ে, এটি আমার নিজের কাছেও অবাক লাগে! তবে আমি মনে করি, লেখা ভাল হলে সেটি প্রশংসা পাবেই, সেটা যেই লিখুক, যেখানেই লিখুক।
আর বানান ঠিক করার জন্য প্রুফ রিডার বা মডারেটর থাকা ভাল। নাহলে লোকে ভুলটাকেই ঠিক বলে জানবে। বানানের সাথে মেধার সম্পর্ক নেই। ঠিক ভুলের সম্পর্ক আছে। বানান ভুলে সমস্যা না থাকলে যেকোন ভাষার শ্রী হারানোটা অবশ্যম্ভাবী।

ভাল থাকুন। ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৭

মোহাম্মদ বাসার বলেছেন: জি জি ! আপনাকে চুপি চুপি বলি আমার একথা বলার কারণ আছে। কারণ আমার লেখা কেউ পড়েনা। আরে ভাই পড়লে কি আর আমি একথা বলি? হিহিহি।

যাই হোক ভাল থাকবেন। অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.