নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৭ ই মে, ২০১৭ সকাল ৭:৫৩




জানালা

আমি যতটুকু নিষ্প্রাণ
তুমি তার চেয়েও বেশী;
যদি মনে হয় ও হৃদয়ে এখনো ধরিয়াছ প্রাণ
তবে বল লোকালয়ে দাঁড়িয়ে সমবেত জনতার মাঝে
বল তোমার হৃদয়ের শৃঙ্খল ছিল তোমার পাপ,
তোমার জন্মদাতার আরোপিত বিশ্বাস ধারণ ছিল তোমার পাপ।

বল এই সমাগত জনতাকে
যারা বধির জীবনের ভুল বিশ্বাসের ক্ষত পুষে
ভুলে গেছে বাতাসের শব্দ,
আরোপিত অন্ধত্ব মেনে নিয়ে
রাতে নিশুতিতে ভুলে গেছে জ্যোৎস্না আকাশ,
বলে দাও এই লোকালয়ে যত অনাচার হয়েছে নিয়মের বেড়াজালে
তোমার তাতে কানাকড়িও বিশ্বাস নেই, ছিল না কখনোই।

ঘোষণা কর সদম্ভে এই সমাগত জনতায়
জীবন একটি বৃক্ষের মত,
জীবন একটি পাখির মত;
কিভাবে তুমি আলো ভালবেশে উদ্ধত মাথায় আকাশ দেখবে
অথবা কিভাবে তুমি নীলিমা ভালবেসে ডানা ঝাপটাবে
সে ইচ্ছে তোমার একান্তই নিজস্ব।

বলে দাও সমবেত মানুষ কিংবা অনাগত ভ্রূণ সমীপে
ইচ্ছেরা কখনো শৃঙ্খলিত হয় না,
শৃঙ্খল ভাঙার প্রত্যয়েই প্রাণের স্পন্দন টিকে থাকে অন্ধকার প্রকোষ্ঠেও
শোষক থেকে শোষিত এ বিশ্বাস সকলের
নতুবা অন্ধকার ঘরেও বন্দীর জন্য
ছোট্ট জানালার অস্ত্বিত্তের কথা কে-ইবা ভাবত?

১৭ই মে ২০১৭
যুক্ত্ররাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:১৬

কানিজ ফাতেমা বলেছেন: // বলে দাও সমবেত মানুষ কিংবা অনাগত ভ্রূণ সমীপে
ইচ্ছেরা কখনো শৃঙ্খলিত হয় না,
শৃঙ্খল ভাঙার প্রত্যয়েই প্রাণের স্পন্দন টিকে থাকে অন্ধকার প্রকোষ্ঠেও
শোষক থেকে শোষিত এ বিশ্বাস সকলের
নতুবা অন্ধকার ঘরেও বন্দীর জন্য
ছোট্ট জানালার অস্ত্বিত্তের কথা কে-ইবা ভাবত?

++++++++++ সত্যভাষন, মুগ্ধতা ।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:৩০

মোহাম্মদ বাসার বলেছেন: আমার ছোট্ট পরিসরের লেখা লেখিতে যাদের কবিতা ভাল লাগে কিংবা আমার লেখা যাদের ভাল লাগে তাদের প্রতি আমার অন্য ধরণের একটা মায়া বা টান আছে, আপনার প্রতি আমার মায়া বা টান অনেকটা সে রকমই আর তা কবিতা অন্তপ্রান বলেই। মুগ্ধতায় ভালবাসা জানবেন। অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.