| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

প্রতীক্ষা
নিশি রাইতে কেন হাঁসফাঁস কর কইন্যা তুমি? 
পতির বুকে মাথা রাইখ্যা 
পাশ বালিশে কিসের তুমি বুকের উষ্ণতা বিলাও? 
হাড়ি ভরা জল
তবু তোমার তৃষ্ণা মেটেনা; 
মাইঝ রাইত্তে কোন কোন সময়
টুপ টাপ ঝরে পড়ে দু' এক ফোটা শিশির
টিনের চালের সে সব শিশিরের শব্দের সাথে 
রাত জেগে জেগে 
 কার লাগিয়া তোমার এই অনন্তের প্রতীক্ষা? 
১৬ই মে ২০১৭
যুক্তরাজ্য।
 
১৭ ই মে, ২০১৭  রাত ৯:৩৩
মোহাম্মদ বাসার বলেছেন: অসংখ্য ধন্যবাদ শূন্যনীড় ভাই। আপনার প্রতিও কৃতজ্ঞতা ও ভালবাসা রইল।
২| 
১৭ ই মে, ২০১৭  দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: #শূন্যনীড় ভাইয়া প্লাস ক্লিক পড়ে নাই হাহাহাহাহ
সুন্দর লাগল কবিতা প্লাস
 
১৭ ই মে, ২০১৭  রাত ৯:৩৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ছবি আপা। কবিতা ভাল লাগার জন্য কৃতজ্ঞতা জানবেন। ছবির মত সুন্দর হোক আপনার জীবন। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৭  দুপুর ১২:১১
শূন্যনীড় বলেছেন: ভালো লাগা রইল ভাই। +++