| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

আকাশ নীলে তোমার ছবি
ভাসিয়ে দিলাম আজ, 
আকাশ পাতাল খোঁজ নিয়েছি
ছবির ফ্রেমেই বাধা তুমি
আমিও পরবাস।
অনেক দামে কেনা তুমি 
সুখের শোকে কাতর, 
অনেক আশার চোরাবালি 
চুন্নি হীরক পাথর।
সাগরসম জলধারা 
চোখের নদী খালি,
পাহাড়সম বুকের বোঝা 
আঘাত করে নিরবধি
ছিন্ন হৃদয় সাজিয়ে রাখি
দিয়ে হাজার তালি।
আমার গাঁয়ে তোমার আসা 
সেইযে দুপুর বেলা,
অনেক স্মৃতির ঐ দুপুরে
তোমার খোঁপার বেলিফুলে 
গন্ধ গুলো ছড়িয়ে দিয়ে 
সাজানো হতো মেলা; 
গালে তোমার টোল পড়িত 
ঠোঁটের কাছের তিলটা নিয়ে
অনেক হত খেলা। 
আকাশ নীলে তোমার তুমি 
গহীন রাতে তাঁরার মেলায়
স্বপ্ন হয়ে সাজো; 
কাশবনেরই কন্যা ওগো 
মেঘের কাছে রোঁদ চেয়েছ 
সবকি আমি পারি দিতে 
বুকের মাঝে কষ্ট হয়ে 
কেনই এমন বাজো?
১৬/০৯/২০১৪
কবিতাটা রিপোস্টেড হতে পারে। অনেক ভাললাগার কবিতার মধ্যে অন্যতম বলেই আবার শেয়ার করলাম।
©somewhere in net ltd.