![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আমি আর কতটুকু পারি
আমি আর কতটুকু পারি?
যতটুকু পারে এ হৃদয় বহিতে ভার
তারচেয়ে বেশীই দিয়েছ আমায়;
দেখনি ভাবিয়া কভু
কোন কিছু নয়, কিচ্ছু নয়
তোমার চোখের একরত্তি অশ্রুর ভারও
বহিবার শক্তি এ শরীর রাখে না ধরিবার।
আমি আর কতটুকু পারি?
কুঁজো হয়ে গেছি জীবনের ভারে
তবুও রেখেছি আকাশ বুকের পাঁজরে ধরে,
পাহাড়ের গায়ে চেপে থাকা বরফেও দেখেছি আলোর ঝিলিক,
তোমার হাসিহীন মুখ কিংবা সামান্য বিষাদ
কতটুকু আঁকে কালের ক্যানভাসে
হৃদয় ক্ষতের দাগ;
তুমি বোঝনা কিছুই
অতটুকু ক্ষতের ভারও এ হৃদয় পারেনা বহিতে।
আমি আর কতটুকু পারি?
ক্ষতে ক্ষতে বেড়ে গেছে ক্ষতের আকার,
হৃদয়ের আকারে এসেছে শূন্যতার সমার্থক বিন্দুর সমাহার।
দিতে যদি দ্বিধা,
দিওনা কিছুই, অন্তত ঐ বাঁকা হাসি কিংবা উপেক্ষিত শ্লেষ;
জানি, না চাইলেও দিতে হয় তা কখনো কখনো,
মুখোসের পৃথিবীতে এ হৃদয় পরাশ্রয়ী বড় বেশী;
যদি দিতে হয় ভালবাসা দিও নিখুঁত গোপনে
কোন একদিন কাকডাকা দুপুরে
সাক্ষী রেখে স্মৃতিময় দিনের
ভোরের শিশির কিংবা রাতের আকাশ।
আমি আর কতটুকু পারি?
জান হয়তো সবি তুমি কেন্দ্রিক আমি পারিনা কিছুই,
না বিষাদ, না উপেক্ষা বহিবার।
দিতে যদি হয় দিও
দীর্ঘ মৃত্যুর মত ভোরের শিশিরে আঁকা মহুয়া ঠোঁটে
এক অনন্ত চুম্বন।
বার বার মৃত্যুও ভারী নয়
তোমার উপেক্ষার চেয়ে অন্যকিছু বহিবার।
২৩শে মে ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.