নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় থাকা

২৬ শে মে, ২০১৭ সকাল ৮:৫৯



ফিরে যাও, ফিরে আস
ফিরতি পথে যেতে যেতে ফিরে তাকাও;
ফিরে যেতে যেতে
একদিন হয়ত আর ফিরবে না।
আমিও তুমি ফিরবেনা জেনেও
তপ্ত রোদ্দুরে একটুকু ছায়া খুঁজে নিয়ে যেমন দাঁড়িয়ে থাকতাম
ঠিক তেমনি আরও অনেকদিন দাঁড়িয়ে থাকব।
অনেক মানুষের চোখের অনুসন্ধিচ্ছু দৃষ্টিকে উপেক্ষা করে
আরও কিছুদিন দাঁড়িয়ে থেকে থেকে
হয়ত এক দিন আর থাকবো না।

আমরা কেউই হয়ত জানবো না
আমরা দু'জন দু'জনের জন্যই
ও পথে কেউ যেতাম, ফিরে আসতাম কিংবা দাঁড়াতাম।
একদিন সত্যিই যখন এ পথে তুমি আর ফিরবেনা
পড়ে থাকা ঝরা পাতার গায়ে যখন নৈঃশব্দতার বিচ্যুতি ঘটাবে
দুষ্টু কাঠবিড়ালীর চপল পা
অন্তত আমার বোঝা হয়ে যাবে আমি পথের জন্য যতটুকু না
তোমার জন্য তার চেয়েও বেশী অপেক্ষায় থাকতাম।

২৬শে মে ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:০১

হাতেম গাজী বলেছেন: হতাশা কেন

২৬ শে মে, ২০১৭ সকাল ১০:৩৩

মোহাম্মদ বাসার বলেছেন: হাহাহ! কেমন লিখলে মনে হত হতাশ নই হাতেমগাজী ভাই?

২| ২৬ শে মে, ২০১৭ রাত ১১:৪৮

জুনিয়ার ব্লগার বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

৩| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

হাতেম গাজী বলেছেন: বিষন্নতান ছাপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.