![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
হে পিতা তোমার উদ্ধত আঙ্গুলির
স্মৃতি বয়ে বেড়ায় রক্তাক্ত পতাকা;
তোমার শিশ্নের স্মৃতি
রেখে যাওয়া রক্তবীজ
তোমাকে কত নৃশংসভাবে হত্যা করে প্রতিদিন!
এমন দেশ কি চেয়েছিলে তুমি?
মৌলভীর বীর্যে ঢাকা পড়ে পতাকার রঙ
আর তাতে রঙতুলি দিয়ে চাঁদ-তারা আঁকে
তোমার স্বজন।
২৮শে মে ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৭ সকাল ১০:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা তো ভালোই লাগলো।