নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

দু\'টো কবিতা

৩১ শে মে, ২০১৭ সকাল ৮:২৮




১।
প্রবঞ্চনা

মিথ্যে দেখানো মায়া
কিংবা মনে পোষা প্রবঞ্চনা,
ভাললাগাহীন এই কাছে থাকা
দু'টো ধরা হাতে রয়ে যাওয়া ফাঁকে
জমা হয়ে থাকে পৃথিবীর তাবৎ উপেক্ষা।


২।
সৎকার

সমাবেত অতিথীর মাঝে
দেড় যুগের
আঠার আঠার ছত্রিশটি গোলাপের মুহু মুহু করতালি;
দু'হাতে ধরে রাখা গোলাপ জানে না
ও চোখে ভালবাসা নেই।
তবু এই সন্ধ্যা রাত,
নিয়নের আলোয় সমবেত জনতা,
গোরস্তানের মৃত সব আত্মার মতই সংবেদনহীন।
বেঁচে থাকা মানুষেরা
এভাবেই সাজিয়েছে রাতের বাড়ি;
এই লোকালয়ে এভাবেই কিছু কিছু মানুষ
এক একটি বসন্ত শেষে
মৃত দু'টি আত্মার সৎকার করে।


৩০শে মে ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
বেশ হয়েছে!

৩১ শে মে, ২০১৭ রাত ৯:০৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। ভাল থাকুন।

২| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

৩১ শে মে, ২০১৭ রাত ৯:১০

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ছবি আপা, অনেক দিন পরে আপনার মন্তব্য পেলাম, ভাল থাকবেন আপা।

৩| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৬

আখেনাটেন বলেছেন: নিয়নের আলোয় সমবেত জনতা,
গোরস্তানের মৃত সব আত্মার মতই সংবেদনহীন।
--দেশের বর্তমান বাস্তবতায় লাইনটা ভালোভাবেই যায়।

৩১ শে মে, ২০১৭ রাত ৯:১৩

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আখেনটেন ভাই। আপনার কথা সত্যি, আমরা অন্যের বেলায়তো বটেই নিজের বেলায়ও অনুভূতিহীন হছে যাচ্ছি। ভাল থাকুন।

৪| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৩১ শে মে, ২০১৭ রাত ৯:১৬

মোহাম্মদ বাসার বলেছেন: ন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন দাদা। অনন্ত শুভ কামনা রইল।

৫| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হইছ কবিতাগুলো

৩১ শে মে, ২০১৭ রাত ৯:১৫

মোহাম্মদ বাসার বলেছেন: হেহেহে! আপনার উপরেও দেখছি আরেকটি কমেন্ট। যাইহোক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.