নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

খুনী হয়ে যাই

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:০৩



দ্বিধা নিয়ে যতটুকু আসা যায় কাছে
দ্বিধাহীন চলে যাই তারচেয়েও বেশী;
ভালবাসা নিয়ে যতটুকু ছুঁতে চায় মন,
দ্বিধা-সংকোচে ভালবাসাহীন
এই বেশ ভাল আছি মনে হয়।

এই কাছে আসা, দূরে চলে যাওয়া
একাকী জীবন কিংবা ক্ষণিক তোমাকে পাওয়া,
সাধ্যের কাছাকাছি এক বিস্ময় বোধ;
মনকেও ছাড়িয়ে যায় শরীরের চাওয়া।
এত শত দ্বিধা, অনুরাগ কিংবা বিরাগ জীবন
সবকিছু ছুড়ে ফেলে এস,
বসন্ত-ফুলেল চুম্বন এঁকে দেই
ঐ পলাশ লালে রক্তিম ঠোঁটে।

কন্যা জল ঢেলে দাও
ফুজিয়ামায় ধিকিধিকি জ্বলা এই অনন্ত আঁধারি বুকে;
বড় তেষ্টায় আছি
নিযুত বছরের খরায় পুড়ে পুড়ে সাহারা তপ্ত তাপে
বৃষ্টি না হোক অগুনিত দিন, ক্ষতি কি!
তোমার ওষ্ঠের স্পর্শ শিহরণে নায়েগ্রা হবে না এ হৃদয়
এমন ভাবার ভ্রান্তি বিলাস না থাক এবেলা।
ভালবাসা বিনে খুন হয়ে যাই
কিংবা হয়ে উঠি নির্মম খুনী।

৩রা জুন ২০১৭
যুক্তরাজ্য।

ছবি কৃতজ্ঞতাঃ জুনো পোহ্‌ আমার পাহাড়ি বন্ধু।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৪

অর্ক বলেছেন: ভাল, তবে কেমন যেন এলোমেলো। আরেকটু সংক্ষিপ্ত হলে আরও ভাল হতো হয়তো। নিতান্তই আমার মত, আমি জানি আমার নিজের কবিতাই যাচ্ছে তাই!

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতাটি চমৎকার লাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.