![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
বিপ্লব দীর্ঘজীবী হোক
কেন এই সাহারা বুকে
জমে থাকা খরায়
নিরাপদে দাঁড়িয়ে দাও পানির ছিটা!
মানুষের লোকালয়ের
সনাতন এই অন্ধত্ব ছুঁড়ে ফেলে দাও;
কাছে এসে ডাক,
ডুবন্ত শরীরে স্পর্শের শিহরণে জাগুক
বেঁচে থাকার শত কোটি বছরের অন্তহীন খোয়াব।
হয় হোক নিষিদ্ধ প্রেমের অপরাধে
নিঝুম দ্বীপে নির্বাসিত দুই মানব-মানবীর
অনন্ত একাকী জীবন!
ভালবাসা পেলে এই বিপদ সংকুল জনপদে
তুমিও হয়ে উঠবে প্রতিটি পাখির গান, সমুদ্র-কলতান
আর আমি তপ্ত রোদ্দুরে এক ছায়াময় নীলাকাশ।
ভালবেসে কেউ থাকেনি একা
হয়েছে পাখি, নদী, সরোবর;
কিংবা মানুষে্র লোকালয়ে
প্রতিটি নিপীড়িত মানুষের প্রতিবাদী চোখ,
হয়েছে শ্লোগান প্রতিতিটি প্রতারিত আত্মার
'বিপ্লব দীর্ঘজীবী হোক'।
৬ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
২।
ভন্ড
বিশ্বাস ছাড়িয়েছে যুক্তির সীমা,
ছিন্ন মুন্ডু ঝুলে থাকে মিনারের চুড়ায়;
যখনি রোগ-শোকে ক্লান্ত দেহ
পড়ে থাকে অবসাদে খাটিয়ায়,
ভন্ডও পরিত্রাণ খোঁজে
যুক্তির বটিকায়।
৫ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
২| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩
কুঁড়ের_বাদশা বলেছেন: খুব সুন্দর লিখেছেন+++
৩| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬
নাগরিক কবি বলেছেন: ভন্ডও পরিত্রাণ খোঁজে
যুক্তির বটিকায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সাংবাদিক জুলহাস বলেছেন: "বিশ্বাস ছাড়িয়েছে যুক্তির সীমা,
ছিন্ন মুন্ডু ঝুলে থাকে মিনারের চুড়ায়;
যখনি রোগ-শোকে ক্লান্ত দেহ
পড়ে থাকে অবসাদে খাটিয়ায়,
ভন্ডও পরিত্রাণ খোঁজে
যুক্তির বটিকায়"
অসাধারণ। খুব ভাল লাগলো।