| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আজ আমার জন্মদিন। বৃষ্টি ঝরা কোন এক বাদলও দিনে আমার জন্ম, মা আমাকে তাই বলেছিলেন। আমাদের ছিল একান্নবর্তী পরিবার। অনেক ভাই বোন আমরা। সেই ৫ ভাই চার বোনের জন্মদিনের তারিখ লিখে রাখার সময় হয়নি বিশাল পরিবারের ঝামেলা সামলিয়ে।  আজকের কবিতা আমার ভার্চুয়্যাল ও রিয়েল লাইফের সব বন্ধুদের প্রতি উৎসর্গীকৃত। সকলেই ভাল থাকুন। 
পথ 
উজালা যৌবন হাতে নিয়ে হেঁটে গেছে পথিক
বোঝার ছিলনা দায় পথের মায়া, 
ফিরে এসে দেখে 
উজাড় হাতে রয়ে গেছে মুঠি মুঠি
কালের খড়গে শত ক্ষতে ভরা 
 রক্তের কালশিটে দাগ। 
পথের দু'পাশে তরুণ দেবদারু
মাটি ছেড়ে ছুঁয়েছে আকাশের গা, 
ভুলে যাওয়া জন কিংবা নিকট পরিজন 
স্মৃতিভ্রমে দেখে না আর রাতের  আকাশ। 
আধেক জীবন কাটানো পথিক
তবু আজও হেঁটে যায় পথ, 
পথের দু' পাশের দেবদারু জানে
ও পথে পথিক ফিরিবেনা আর।
স্মৃতি বিভ্রম নাকি শুধুই স্মৃতি? 
পথিক তবু ভোলেনা হাঁটিতে পথ।
এ হাটা অনন্তের, 
পথেই হাঁটা পথের মায়ায়
গন্তব্য অনিশ্চিত। 
৭ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
 
০৭ ই জুন, ২০১৭  রাত ৮:৪২
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ম্যাডাম! 
'পেলুম ফুল
আপনিও অতুল, 
কি এক মহিমা অবোধ অনুভূতির
যেতে চাই নিখল ভেদিয়া আরেক নিখিলে
যেখানে তুমি আমি ছাড়া কেউ নেই, পারিনা; 
হৃদয়ের কথা কাঁদে নীরবে সমূল।'
২| 
০৭ ই জুন, ২০১৭  দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
++++
 
০৭ ই জুন, ২০১৭  রাত ৮:৪৬
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ দাদা, যদিও সাংকেতিক চিনহ চিনহের মতই আমার কাছে দূর্বোধ্য।
৩| 
০৭ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৪
করুণাধারা বলেছেন: ভাল লাগল।
 
০৭ ই জুন, ২০১৭  রাত ৮:৫২
মোহাম্মদ বাসার বলেছেন: হে করুণাধারা 
সকরুণ মিনতি করিয়াছি সভাসদ জনতায়
করুণ রোদন শুনিয়া আপনি 
বাড়ালেন এক মুঠো আলো ভরা হাত, 
কিছুতো হলো কিছুতো হলো
নীরবে কিংবা সরবে
হোক, তবু হোক কবির মুন্ডুপাত।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭  দুপুর ১:৩৪
আলপনা তালুকদার বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা। কবিতা ভাল লেগেছে। ধন্যবাদ।