নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

খন্ড কবিতা

১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১




খন্ড কবিতাঃ মাধবী


১।

গুটি গুটি পায়ে হেঁটে যায় মাধবী;
এই মধ্য লগণে আবার সে শিশু হয়ে গেছে
অথচ সাহসে প্রীতিলতা!
ভালবেসে আবার বাড়িয়েছো হাত
দরজার অর্গল হয়ে আছে মেহগনি কাঠ,
তাতে তুমি প্রতিদিন তেল দাও
ফার্নিস ওয়েলের রঙ মাখো হাতে,
দরজাটা খুলে দাও মাধবী!
এখনও দেখ সোনা ঝরা রোদ্দুরে
ভরে আছে বিদায়ী বিকেল আকাশ।


২।

'কিছু নেই, কিছু নেই'
সময় নিয়েছে পিছু
মাধবীর বাঁক খাওয়া শরীরের ভাজে;
খালি চোখে অতটা স্বচ্ছতা নেই আর
সেই নিপাট তারুণ্যের;
তবু হাতের তালুতে স্পর্শ শিহরণ
মাধবীর হাতের আঙুলের।
আমি এ চোখে কত পরিষ্কার দেখি!
'তেইশের সেই প্রথম মাধবী' হেঁটে যায়
বুকের জমিনের
এক রাশ ঘাসফুল মাড়িয়ে।


৩।

কেউ নেই, কেউ নেই।
তবু কেউ হোক!
প্রতিদিন রঙতুলি আঁচড়ে
কতকি রঙিন ব্যঞ্জনায় সাজানো প্রাতরাশ টেবিলে।
এত কি চাই?
ব্যত্যয় হোক কিছু প্রথাগত চাওয়ার,
কিংবা বাহুল্যতা বাড়ুক কিছু যাপিত স্বপ্নের!
মাধবী কসম তোমার ফিরে এস
ঐ অকাট, মাকাল জীবন ছুঁড়ে ফেলে দিয়ে;
কি এমন লাভ
ঐ রঙিন গ্লাসের ঘরে জেলিফিস হয়ে থেকে?
এখনও দরজা ভেজাইনি আঁধারের ভয়ে,
তুমি আসলেই সাত সহস্র প্রদীপ জ্বলে দেব।


১২ই জুন ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: কবিতা তো ভাল লাগল।

কিন্তু ওই ঠোঁটের ছবি দিয়ে কি বোঝাতে চাইলেন।
কবিতায় ঠোঁট শব্দটি কোথাও দেখলাম না।

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:৫২

মোহাম্মদ বাসার বলেছেন: হাহাহা! দাদা ঠোঁটের কথা আমি ভাবিইনি! ওটা মাধবী। ওর ছবি। সংগত কারণেই কিছুটা অস্পষ্টতা তৈরীর জন্য ছবির খন্ডাংশ ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: মাধবী রাগ করলে কিন্তু আমাদের দোষ দিয়েন না। হা হা হা ..........

'তেইশের সেই প্রথম মাধবী' হেঁটে যায়
বুকের জমিনের
এক রাশ ঘাসফুল মাড়িয়ে।


আমার তো আবার তেইশ বছরে ফিরে যেতে ইচ্ছে করছে।

৩| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: আপনাকে একটা ক্লু দিতে পারতাম, দেবনা। হাহাহা! অবশ্য আমার ধারণা আপনি বুঝে গেছেন।

৪| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে আবেগ কমে না, আবেগ পরিপুর্ণতা পায়।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ বাসার বলেছেন: ঠিক বলেছেন গাজী ভাই। এখনও অনুভূতিতে কত রঙ ছড়ানো!!

৫| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ বাসার বলেছেন: শাহরিয়ার ভাই দুঃখিত আপনার মন্তব্যটা মুছে ফেলার জন্য। বিজন দাকে একটা ক্লুর কথা বলেছিলাম। তার মানে কি এই সে এই ব্লোগেরই হবে? হাহাহা! এনিওয়ে ভাল থাকবেন।

৬| ৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার আহব্বানে মাধবী ফুটে হোক কুঞ্জকানন! শুভকামনা!

৭| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.