![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ক্রীড়ানক
তোমাকে বলেছিলাম 'ভালবাসি'
তুমি বলনি কিছুই
শোকে দ্রোহে যেই বলিয়াছি
'ভালবাসা' নয় ঘৃণাটুকুই থাক,
তুমি বলেছিলে
কেইবা জানেনা কালান্তররের প্রবাদ
'শেয়ালের কাছে আঙুর ফল টক';
সেই থেকে রুটিন মাফিক
সকালের প্রাতরাশে
প্রতিদিন দু'টো ডিম খেয়ে
তোমাকে ভাবি
তুমি ফার্মের ধবল মুরগী
আর আমি শেয়ালের মত
ধূর্ত ক্রীড়ানক।
১৪ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩
মোহাম্মদ বাসার বলেছেন: জীবনের রুঢ় সত্যি কথাগুলো এমনি কখনো কখনো।
ম্নন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন,
২| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা...........
দুটোই একই।
১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬
মোহাম্মদ বাসার বলেছেন: জাস্ট ফর ফান দাদা। ও চমৎকার মেয়ে। আমাকে কোনদিন বলেনি ভালবাসেনা।
৩| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৭
বিজন রয় বলেছেন: যাক, এটা অব্যাহত থাকুক সবসময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:১৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অল্প কথায় ভালোই বুঝিয়েছেন।মেয়েটি প্রবাদের সাহায্য তার বক্তব্য তুলে ধরে।আর আপনি তা অনুধাবন করে নিজেকে ধুর্ত শেয়াল থেকে বের করে আনার চেষ্টা করেছেন।এমনই হয়ত।