| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

অসীম শূন্যতায় তুমিই বিষাদ 
ফুল ভালবেসে বাগান করেছো উজাড় 
সুশোভন ফুলদানী আরও বেশী হয়েছে শোভন; 
কার্পন্য ছিলনা প্রেমে, না ছিল চুম্বনে-কামে
তবু হয়নি উজাড় হৃদয়ের কোণ। 
এক কোণে রেখেছো আমায়
আরেক কোণে সুনিপুণ সাজিয়োছো
শূন্য বিষাদ। 
বল কিংবা না বল
বুঝিবার দায় অর্পিত নয়,  
অব্যক্ত কথাও কখনো কখনো বোঝা হয়ে যায়; 
হয়ত ততটুকুই যতটুকু শূন্য হৃদয়ে
ভরে থাকে অজানা কারণ
কিংবা অকারণ বিষাদ। 
আমাদের প্রেম মধ্য যুগের অনাবেগী বিনিময় প্রথা
দুই যোগ দুইয়ের সরল সমীকরণ;  
দিন শেষে যখন ব্যবধান বাড়ে হিসেবে 
হিসেবের খাতায় যোগ ফলে অকারণ শূন্য
বিষাদের বিদ্রুপ আল্পনা আঁকে। 
মাধবী শোন, বলে রাখি তোমাকে
জীবনে সংখ্যাহীন শূন্যের কোন মানে নেই
তারচেয়ে একাকী জীবনে
এক নক্ষত্রের একটি রূপালী চাঁদোয়া রাত
ঢের বেশী ভাল।
তবুতো একটি আকাশ তার থাকে 
অথবা একটি রূপালী রাত।
এত কিছু বোঝালেও বোঝে না এই হৃদয়
এই চাঁদ, রূপালী রাত, কিংবা কোন এক নক্ষত্র 
সব কিছুর বিপরীতে তুমিই মাধবী
হয়ে আছো অসীম শূন্যতা নিয়ে 
এক নিখাদ বিষাদ।   
১৫ই জুন ২০১৭
রাত ১১-৪০ 
ব্রিস্টল, ফিলটন
যুক্তরাজ্য। 
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৭  বিকাল ৩:২০
গেম চেঞ্জার বলেছেন: পরম শুন্যতায় ডুবে যেতে পারেন। তাহলে বিষাদে পড়তে হবে না। অথবা -১ এর সাথে +১ যোগ করে ফেলেন, তখনও শুণ্য পাবেন!
(কবিতাকে গাণিতিক দিকে নিয়ে গিয়ে আবার অপরাধ করলাম না তো!)