![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
আর্শি
ঘরের দেয়ালে আর্শি
দেয়ালেই ঝুলে থাকে রোজ,
তাকালেই নিজেকে খুঁজে পাই যতটুকু
তারচেয়ে বেশী পাই
তোমার খোঁজ।
২।
দূরের আকাশ
জানালায় দূরের আকাশ!
অতটা উদাস তোমাকে কি মানায়?
ফুলদানির ফুল হয়ে থেক,
আয়ুর স্বল্পতায় কিইবা যায় আসে
যতটুকু থাক
থাক জাগতিক কামে কিংবা ঘ্রাণে।
১৭ই জুন ২০১৭
সকাল ৯-৪৮ মিঃ
ট্রাভেলজ
ব্রিস্টল, ফিলটন
যুক্তরাজ্য।
ছবি কৃতজ্ঞতাঃ আনিয়া ইসলাম
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমার এই সামান্য প্রয়াস আপনাদের ভাল লেগেছে জেনে ভাল লাগছে, ভাল থাকার প্রার্থনা রইল।
২| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৭
নাগরিক কবি বলেছেন: এই প্রথম মনে হয় আপনার কোন লেখা পড়লাম। নিঃসন্দেহে বলতে পারি আপনি ভাল লিখেন কাব্য/অনুকাব্য।
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি ভাই। অনেক লেখার ভিরে অনেক লেখাই পড়া হয়না, এতে দোষের কিছু নেই। খুঁজে খুঁজে পড়ার সময় আমিও খুব একটা পাইনা, কিন্তু ইচ্ছের আকাল নেই। আশা করি এর পর থেকে আপনার নেক নজর এড়াব না। স্ক্রল করলে আমার আইডিতে হয়ত পুরনো কিছু লেখা পাবেন। যাইহোক আপনার দৃষ্টির কাছাকাছি আছি জেনে ভাল লাগছে, ভাল থাকবেন।
৩| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিখেছেন বাসার ভাই।
ভালো লাগলো সবগুলো। ++++
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭
মোহাম্মদ বাসার বলেছেন: নাঈম ভাই, আবারও কৃতজ্ঞতা। আপনি মোটামুটি আমার লেখার নিয়মিত পাঠক সেক্ষেত্রে আপনার প্রতি আমার ঋণের পরিমান একটু বেশীই। ভাল থাকবেন।
৪| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। ট্রাভেল এসাইনমেন্টে আছি। তাই সময়মত রেসপন্স করা
ভাল থাকবেন।
৫| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ সুমন দা। ভাল থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন ।