নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:০৭



দু'টো কবিতাঃ

১।

এক অনন্ত দীর্ঘশ্বাস

অনেক হয়েছে ঋণ,
অনেক বেড়েছে দেনা জীবনের কাছে;
হয়তো না পেয়েও পেয়েছি তোমায়,
হয়ত পেয়েও পাইনি কিছুই।

'ভালবাসা' মানে কি?
দু'জনের প্রত্যাশা পূরণের সরল সমীকরণ?
কিংবা না পাওয়ার শূন্যতায় রঙতুলি রঙে
রঙধনু হাহাকার আঁকা?
হয়ত এসবের কিছুই নয়;
মানুষের মন মানেই
এক নিরন্তর হাহাকারের নাম,
অদৃশ্য অন্তরালে
অনেক প্রাপ্তিতেও বেঁচে থাকে
এক অনন্ত দীর্ঘশ্বাস।

২৬শে জুন ২০১৭
যুক্তরাজ্য।

২।

রক্তক্ষরণ

কে আমাকে রাখবে মনে?
কার পড়েছে দায়?
কার চরণের পথের ধুলি
ছুঁইবে আকাশ ভূতল ভুলি
আমিও কি রাখবো মনে?
আমার কিসের দায়?

কেইবা খোঁজে তিমির গগন
আঁধার ছেড়ে আলো দেখে?
কেইবা যেচে দুঃখ আনে
সুখের ভেলায় ভাসতে থেকে?
তবুওতো উদাস মনে
আকুল-ব্যকুল চিত্তপোড়ন
অজান্তিতেই ক্রমাগত
হৃদয় মাঝে রক্তক্ষরণ।

২৭শে জুন ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন....

মুগ্ধতা একরাশ...

মানুষের মন মানেই
এক নিরন্তর হাহাকারের নাম,
অদৃশ্য অন্তরালে
অনেক প্রাপ্তিতেও বেঁচে থাকে
এক অনন্ত দীর্ঘশ্বাস।

++++++++++++

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৩১

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। ভাল থাকুন। অনন্ত শুভেচ্ছা।

২| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:২১

বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার। শুভ কামনা রইল সাথে ঈদ মোবারক।

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৩

মোহাম্মদ বাসার বলেছেন: আপনাকেও ঈদ মোবারক। ভাল থাকুন আর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার দুটি কবিতায় অনুভবের সাবলীল প্রকাশ। অনুভব ছুঁয়ে গেছে শিরা উপশিরায়!

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪১

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। ঈদ কেমন কাটলো? ভাল থাকুন।

৪| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:১৬

বিজন রয় বলেছেন: ১. মানুষের জীবন খুব ছোট, এই জীবনে মানুষ ভালবাসতে পারে। জীবন ছোট বলেই ভালবাসার জন্য এত হাহাকার, এত দীর্ঘঃশ্বাস।

০২. হৃদয়ে ক্রমাগত রক্তক্ষরণের একটি সৌন্দর্য হলো.......... এটাতে হৃদয় ক্রমশ পবিত্র হয়।

দুটো কবিতার জন্যই ভাললাগা।

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৬

মোহাম্মদ বাসার বলেছেন: "প্রেমিকের প্রতিদ্বন্দ্বী
--আবুল হাসান

অতো বড় চোখ নিয়ে, অতো বড় খোঁপা নিয়ে
অতো বড় দীর্ঘশ্বাস বুকের নিশ্বাস নিয়ে
যতো তুমি মেলে দাও কোমরের কোমল সারশ
যতো তুমি খুলে দাও ঘরের পাহারা
যতো আনো ও-আঙ্গুলে অবৈধ ইশারা
যতো না জাগাও তুমি ফুলের সুরভী
আঁচলে আগলা করো কোমলতা, অন্ধকার
মাটি থেকে মৌনতার ময়ূর নাচাও কোন
আমি ফিরব না আর, আমি কোনদিন
কারো প্রেমিক হবো না; প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই আজ
আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হবো।"

হাহাকারতো আজন্ম সঙ্গী হয়ে গেল দাদা। না আমি কোন প্রমিকের প্রতিদ্বন্দ্বী না কারও মোহন পতির!!

৫| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল কবি ভাই। +++

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই। ভাল থাকুন।

৬| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০

বিজন রয় বলেছেন: না আমি কোন প্রমিকের প্রতিদ্বন্দ্বী না কারও মোহন পতির!!

হা হা হা ...............
কবিরা আজন্ম প্রেমিক।
প্রেমের সফলতা এর ব্যর্থতায়।
এই জন্য কবিরা প্রেমিকের থেকেও বড়।

২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:২১

মোহাম্মদ বাসার বলেছেন: 'তাহার মৃত্যুর পরে আমিও কি রহিব বাঁচিয়া?
স্নিগ্ধ বাগান পাইবেনা পরশ শিশিরের হাত,
শুঁকনো ফুলের কাছে আশাহত মৌ
জানবেনা কোনদিন
মরে যাওয়া সবুজ ঘাসে ঘাসে
আমি বহুকাল তার নূপুরের শব্দ গুনেছি।'

-নূপুর
মোহাম্মদ বাসার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.