![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
আগুন
দ্রোহের আগুনে জ্বলুক
ঘুণে খাওয়া মন,
ছেঁড়া তীর থেকে ছুঁড়ে দেয়া তূণ
না যাক গন্তব্যে,
আক্ষেপ নেই;
তুষ পোড়া ছাইয়ের আগুনে উত্তাপ কি কম?
শুধু জ্বলে ওঠার জন্য চাই
একটু দমকা বাতাস।
১৮ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
২।
এক আকাশ স্বাধীনতা
সজোরে হাকাও ঐ হাতের চুড়ির
রিনিঝিনি চাবুক,
সজোরে বাজাও ঐ অর্গল মনের
বিষণ্ণ সাইরেন;
যুদ্ধ বাঁধুক হাজার বছরের ক্ষয়ে যাওয়া হৃদয়ে,
স্মৃতির অশ্বে আসুক অচীন কুমার;
যুদ্ধ হোক যুদ্ধ
প্রতিটি বিক্ষিপ্ত মনের, প্রতারিত মানুষের সাথে
প্রতিটি প্রতারক বিশ্বাস, প্রতারক কাঠামোর।
চলে গেছ দূরে, কতটুকু দূরে?
এখনো দৃষ্টির সীমানায় গোধূলি আকাশ,
ফিরতে চাইলেই ফিরে আসা যায়,
সন্ধ্যের বাতাসে ধূলীর পরশ
এখনো রেখেছে ধরে রাতের বাতাস।
এতো এতো পার, কতটুকু পার?
হাতের বাঁধন ছিঁড়ে খায় কালের গ্রাস;
সময় যদি অতটুকু পারে
মনের ক্ষমতা কি তারচেয়েও কম?
সজোরে ভাঙ ঐ শৃঙ্খল মেয়ে
আমাদের স্বাধীনতা...
এক অসীম আকাশ।
২৮শে জুন ২০১৭
যুক্তরাজ্য
২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। ভাল থাকুন। অনেক শুভ কামনা।
২| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো সবগুলোই। খুব সুন্দর লিখেছিলেন এবারেরটিও। মুগ্ধতা রইল ভাই।
একটু কঠিন মনে হল আমার কাছে ভাই।
২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই। শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৭
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
৪| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৭
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
৫| ২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাআই মক্ষীরানীর মক্ষী রাজা। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ১। শুধু জ্বলে ওঠার জন্য চাই


একটু দমকা বাতাস..
হাসফাস করে সময় একটু বাতাসের জন্যে- পরিবর্তনের হাওয়া
২। সজোরে ভাঙ ঐ শৃঙ্খল মেয়ে
আমাদের স্বাধীনতা...
এক অসীম আকাশ।
অসীম আকাশে উড়ার স্বপ্নের ডানা বড়ই কমজোর!
তাইতো
খাঁচা খোলা পেলেও উড়তে ভুলে যায় ক্রীতদাস মন!
দারুন ভাললাগা
+++