নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:৩০

যুগল কবিতাঃ

১।

শিকার

কোন কোন দিন
সমুদ্র-জল ভুলে যায় হাঙ্গর,
যতই মুগ্ধতা জাগাক
ভুলতে নেই তার বিষদাঁত;
হাতের নাগালে পেলেই
গেঁথে দাও
ধারালো হার্পুন।

৩০শে জুন ২০১৭
যুক্তরাজ্য।


২।

প্রেমিকা

বেশ্যার কাছে
হিসেবের কোন খাতা নেই,
মানিব্যাগ খুলে ছুঁড়ে দেবে যা
বিনিময়ে পাবেনা কম
এটাই প্রাচীন রীতি;
ভালবাসার বিনিময়ে ভালবাসা,
আধুনিক শহরে এর প্রয়োগ সুনির্দিষ্ট নয়।
মুখোসের শহরে বেশ্যা যতটুকু জানাশোনা
প্রেমিকা ততটাই অবোধ্য আঁধার।

৩০শে জুন ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


ভাবনায় সমস্যা আছে; ছন্দ মিলালে কবিতা হচ্ছে না, ভাবনাগুলো ভালো মনে হচ্ছে না

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬

মোহাম্মদ বাসার বলেছেন: কি সমস্যা আছে চাঁদ ভাই? খুলে বলুন।

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২

মোহাম্মদ বাসার বলেছেন: আমি ধারণা করছি আপনি বলার সাহস রাখেন না। রুদ্র তার কবিতায় বেশ্যাকে রাজনীতিবিদের চেয়ে ভাল বলেছিলেন। আধুনিক এই সময়ে প্রেমিক প্রেমিকার সম্পর্কও ক্ষেত্র বিশেষে তার চেয়েও কম না।

২| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

অর্ক বলেছেন: ভাল লাগলো আপনার যুগল কাব্য।

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ অর্ক। কবিতা ও কলাম যে এক নয় এটা সবাই বোঝে নয়া। মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।

৩| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুখোসের শহরে বেশ্যা যতটুকু জানাশোনা
প্রেমিকা ততটাই অবোধ্য আঁধার।


সত্য ও ভাল লাগা। :)

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:২৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ রঙ্গমেলা ভাই। জীবনের অর্জিত অভিজ্ঞতা যতটা সত্যি তারচেয়েও বেশী কঠোর।

৪| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


কঠিন বাস্তবতারর যুগলমিলন! ভাল লাগা!

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:২৮

মোহাম্মদ বাসার বলেছেন: কবিতার জন্য কবিদের খুব একটা কল্পনার আশ্রয় নিয়ে হয়না। জীবনের অভিজ্ঞতাই এক একটা কবিতা হয়ে ওঠে। ধন্যবাদ ডানা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.